কঠিন দৃশ্যে তৃপ্তিকে সাহায্য করেন রণবীর। ছবি: সংগৃহীত।
‘বুলবুল’, ‘কলা’-র মতো ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন ঠিকই। কিন্তু ‘অ্যানিম্যাল’ তাঁকে রাতারাতি জনপ্রিয়তা দিয়েছিল। তবে সেই ছবিতে অভিনয় করে একাধিক বার সমালোচনার শিকারও হতে হয়েছে তৃপ্তি ডিমরিকে। ছবিতে রণবীর কপূরের সঙ্গে তৃপ্তির শয্যাদৃশ্য ছিল আলোচনার কেন্দ্রে।
সম্প্রতি সাক্ষাৎকারে তৃপ্তি জানান, তাঁর চরিত্রটি মোটেই সহজ ছিল না। সহ-অভিনেতা হিসাবে রণবীর নাকি তাঁকে খুব সাহায্য করেছেন। শয্যাদৃশ্য নিয়ে আলোচনা হয়েছে ঠিকই, কিন্তু তার চেয়েও কঠিন ছিল নাকি অন্য আর একটি দৃশ্য। এই দৃশ্যে নিজের আসল পরিচয় প্রকাশ করেছিলেন রণবীরের সামনে। কিছুতেই সংলাপ মনে রাখতে পারছিলেন না তৃপ্তি। চোখে জলও আসছিল তাঁর। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন রণবীর।
তৃপ্তির মতে রণবীর নাকি সহ-অভিনেতা হিসাবে খুবই নিরাপদ। কেন সেই ‘কঠিন’ দৃশ্যে সংলাপ মনে রাখতে পারছিলেন না তৃপ্তি? এই প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, “আমি জানি, কেন মনে থাকছিল না সংলাপ। দিন-রাত এক করে কাজ করছিলাম। অন্য একটি ছবির শুটিংও চলছিল। রাতে ঘুম হচ্ছিল না। অনেক বড় সংলাপ ছিল। কিছুতেই মনে রাখতে পারছিলাম না। কান্না পাচ্ছিল সেই দিন আমার। খুব চাপ পড়েছিল।”
বিষয়টি বুঝতে পারেন রণবীর। সঙ্গে সঙ্গে এগিয়ে আসেন তিনি। তৃপ্তির সুবিধামতোই সেই দৃশ্যের শুটিং হয়। এমনকি পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গাও নাকি সহযোগিতা করেছিলেন। রণবীরের প্রশংসায় তৃপ্তি বলেন, “ওঁর ভাবনাচিন্তাও পরিচালকের মতোই। আমি সংলাপ বলতে পারছি না কেন, বুঝতে পেরেছিলেন রণবীর। কিন্তু কোনও ভাবেই বুঝতে দেননি, আমি সময় নষ্ট করছি।”
‘অ্যানিম্যাল’-এর বিরুদ্ধে নারীবিদ্বেষী তকমাও রয়েছে। কিন্তু কিছু দিন আগে তৃপ্তি দাবি করেছেন, এই ছবি নাকি মোটেই নারীবিদ্বেষী নয়।