Suicide

স্কুলে ক্যারাটে ক্লাসের সময় শৌচালয়ে গিয়েছিল ছাত্রী, খুঁজে না পেয়ে দরজা ভাঙতেই উদ্ধার দেহ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরে অবসাদে ভুগছিল ১৬ বছরের ছাত্রীটি। তার চিকিৎসাও চলছিল। পরিবার তার মৃত্যুতে কোনও অভিযোগ বা প্রশ্ন তোলেনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১৯:৫৫
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

স্কুলের ক্যারাটে ক্লাসের সময়ে শৌচালয়ে গিয়েছিল একাদশ শ্রেণির ছাত্রী। সেখানেই চরম পদক্ষেপ করল সে। জুতোর ফিতে দিয়ে ছাদের হুকে ঝুলে পড়ল সে। মহারাষ্ট্রের গোরেগাঁও পূর্বের এক আন্তর্জাতিক স্কুলে এই ঘটনা হয়েছে বৃহস্পতিবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরে অবসাদে ভুগছিল ১৬ বছরের ছাত্রীটি। তার চিকিৎসাও চলছিল। পরিবার তার মৃত্যুতে কোনও অভিযোগ বা প্রশ্ন তোলেনি।

Advertisement

আরেহ্‌ থানার আধিকারিক রবীন্দ্র পাটিল জানিয়েছেন, স্কুলের শৌচালয়ে জুতোর ফিতে গলায় ঝুলিয়ে আত্মহত্যা করেছে ছাত্রীটি। ওই আধিকারিক জানিয়েছেন, রোজের মতো বৃহস্পতিবার সকালেও স্কুলে গিয়েছিল ছাত্রীটি। ক্যারাটে ক্লাসের সময় শৌচালয়ে গিয়েছিল সে। দীর্ঘ সময় কেটে গেলেও শৌচালয় থেকে ফেরেনি সে। দেখে সন্দেহ হয় শিক্ষকদের। এক কর্মী শৌচালয়ে প্রবেশ করে দেখেন দরজা বন্ধ। শিক্ষকদের ডেকে আনেন তিনি। সকলে মিলে দরজা ভেঙে দেখেন, ভিতরে ছাদের একটি হুক থেকে ঝুলছে ছাত্রীর দেহ।

সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা রুজু হয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement