Rakhi Sawant

Rakhi Sawant: স্বামী রীতেশকে নিয়ে জনসমক্ষে রাখি, তার পরেই ঢিপ করে প্রণাম

সকলের সামনে এলেন রীতেশ। বাঁধ ভাঙা উচ্ছ্বাস হাসি হয়ে ফুটল রাখির মুখে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২১ ১৮:৫৭
Share:

২০১৯ সালে পেশায় ব্যবসায়ী রীতেশকে বিয়ে করেছিলেন রাখি।

কথা দিয়েছিলেন রাখি সবন্ত। বলেছিলেন, ঘেরাটোপ থেকে জনসমক্ষে আনবেন স্বামী রীতেশকে। কথা রেখেছেন রাখি। জোড়ায় প্রবেশ করলেন ‘বিগ বস’-এর বাড়িতে।

সকলের সামনে এলেন রীতেশ। বাঁধ ভাঙা উচ্ছ্বাস হাসি হয়ে ফুটল রাখির মুখে। বর-বেশে আসা রীতেশের মুখ ঢাকা সেহরায়। প্রকাশ্যে এলেও তাই ধোঁয়াশার আবরণেই থেকে গেলেন রাখির স্বামী। পরে যদিও সেহরা খোলেন রীতেশ। সকলের সঙ্গে কথাবার্তাও তিনি।

Advertisement

উপচে পড়া আনন্দে রীতেশের সামনেই নেচে উঠলেন রাখি। নিজেই বরণ করে নিলেন স্বামীকে। ‘ডন’ ছবির বিখ্যাত সংলাপ ধার করে বললেন, “তোমাকে ‘বিগ বস’-এ স্বাগত। ১২টি দেশের পুলিশ এবং পুরো দেশ তোমার জন্য অপেক্ষা করছে।” তার পরেই ঢিপ করে স্বামীকে প্রণাম!

২০১৯ সালে পেশায় ব্যবসায়ী রীতেশকে বিয়ে করেছিলেন রাখি। কিন্তু ইচ্ছে থাকলেও তাঁকে নিয়ে কখনও জনসমক্ষে আসতে পারেননি। ‘বিগ বস’-এর গত সিজনে কিছুটা দুঃখপ্রকাশ করে রাখি জানিয়েছিলেন, প্রায় দেড় বছর রীতেশ তাঁকে দেখতে আসেননি। অনুরোধ করেছিলেন, “আমি চাই এক বার আমার স্বামী সকলের সামনে আসুক।”

অবশেষে রাখির ইচ্ছেপূরণ। স্বামীকে নিয়ে ‘বিগ বস’-এর বাড়িতে পা রাখলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement