Rishi Kaushik

TV Serial: ছোট পর্দায় ফেরার পথে ঋষি কৌশিক, এ বারও কি চিকিৎসক-রূপে?

কালার্সের নতুন ধারাবাহিকের শ্যুট শুরু ডিসেম্বরে, গুঞ্জন টেলিপাড়ায়

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২১ ১৫:২০
Share:

ঋষি কৌশিক।


ছোট পর্দায় ফিরতে চলেছেন ঋষি কৌশিক। খবর এখানেই শেষ নয়। আনন্দবাজার অনলাইনকে ঋষি জানিয়েছেন, সম্ভবত তিনি আবারও ফিরতে চলেছেন চিকিৎসকের চরিত্রে। যদিও অভিনেতার কথায়, ‘‘সব কিছুই একেবারে প্রাথমিক স্তরে। এই মুহূর্তে আমি কলকাতার বাইরে। ফিরে এসে কথাবার্তা এগোলে এ নিয়ে জানাতে পারব।’’
ঋষি কৌশিক-অপরাজিতা ঘোষ দাস অভিনীত ‘এখানে আকাশ নীল’ জনপ্রিয়তার নিরিখে ছোট পর্দায় ইতিহাস গড়েছিল। সেই ধারাবাহিকেও ঋষি ছিলেন চিকিৎসক। তাঁকে শেষ দেখা গিয়েছে ‘কোড়া পাখি’ ধারাবাহিকে। বিপরীতে ছিলেন পার্নো মিত্র। নতুন ধারাবাহিকে কার সঙ্গে জুটি বাঁধছেন ঋষি? টেলিপাড়া বলছে, পায়েল দে-কে দেখা যাবে অভিনেতার বিপরীতে। খবরে মান্যতা দিয়েছেন অভিনেতা। যদিও এই বিষয়ে মুখ খোলেননি পায়েল নিজে।

Advertisement

টেলিপাড়ার খবর বলছে, একটি হিন্দি ধারাবাহিকের রিমেক হিসেবে কালার্স বাংলায় আসতে চলেছে এই ধারাবাহিক। বিভিন্ন চরিত্রে অভিনেতাদের বাছাই চূড়ান্ত হওয়ার পথে। ডিসেম্বরেই শ্যুটিং শুরু হওয়ার কথা নতুন ধারাবাহিকটির।
তার পরেই তবে ‘ডাক্তারবাবুর প্রত্যাবর্তন’?
এ নিয়ে বাড়তি আর একটি শব্দও ফাঁস করতে নারাজ ঋষি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement