Mahira Khan on SRK

তিনি কি ‘প্রচার’-এর লোভে শাহরুখকে ব্যবহার করেন? উত্তর দিলেন বাদশার সহ-অভিনেত্রী মাহিরা

শাহরুখের সঙ্গে অভিনয় করার পর থেকেই মাহিরা চর্চায়। ‘রইস’ মুক্তির সাত বছর পরেও অভিনেত্রীকে বাদশাকে নিয়ে প্রশ্নের উত্তর দিতে হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১৬:৩৮
Share:

‘রইস’ ছবির একটি দৃশ্যে শাহরুখ এবং মাহিরা। ছবি: সংগৃহীত।

শাহরুখ খানের সঙ্গে বলিউডে ছবিতে অভিনয় করেছিলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ২০১৭ সালে মুক্তি পায় রাহুল ঢোলাকিয়া পরিচালিত ছবি ‘রইস’। এই ছবিতে বাদশার সঙ্গে মাহিরার রসায়ন দর্শকের পছন্দ হয়। তার পর থেকে একাধিক সময়ে কেরিয়ার প্রসঙ্গে শাহরুখের সঙ্গে কাজ নিয়ে কথা বলেছেন মাহিরা। তবে তার জন্য তাঁকে অনেক সময়েই কটাক্ষের শিকারও হতে হয়েছে। সম্প্রতি এই প্রসঙ্গে ট্রোলারদের উদ্দেশে পাল্টা উত্তর দিয়েছেন মাহিরা।

Advertisement

মাহিরা শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন বলেই মাঝেমধ্যেই তাঁকে সেই কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে প্রশ্নের সম্মুখীন হতে হয়। কিন্তু শাহরুখকে নিয়ে বার বার কথা বলায়, অনেকেই মনে করেন, পুরোটাই অভিনেত্রীর প্রচারের আলোয় থাকার কৌশল। কারণ, শাহরুখকে নিয়ে কথা বললে মাহিরা চর্চায় থাকবেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মাহিরাকে প্রশ্ন করা হয়। মাহিরা বলেন, ‘‘আমাকে কেউ প্রশ্ন করলে আমি উত্তর দিই। কিন্তু মানুষ ভাবে, আমি নিজে থেকেই ওঁর (শাহরুখ) বিষয়ে কথা বলছি। আমি তো নিজে থেকে কখনই তাঁকে নিয়ে কথা বলি না।’’ এই ধরনের আলোচনা শুনলে মাহিরার মনের মধ্যে কী চলে, তা-ও স্পষ্ট করেছেন অভিনেত্রী। মাহিরা বলেন, ‘‘আমার তো মনে হয়, কারও কোনও সমস্যা হলে আমাকে ওঁর সম্পর্কে জিজ্ঞাসা করারই কোনও প্রয়োজন পড়ে থাকে না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement