Rekha

ঝলমলে ত্বক আর রঙিন শাড়ি, গহনার মতো বিলাসবহুল রেখার জীবন, কোথা থেকে আসে এত টাকা?

তাঁর পোশাক, তাঁর গহনা, প্রসাধনী— সবই চোখ ধাঁধিয়ে দেয়। কিন্তু এই বয়সে খুব বেশি অভিনয় করেন না রেখা। তা হলে কী করে দিন গুজরান হয় তাঁর!

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১৬:০১
Share:

রেখা প্রত্যাশা করেন সকলে বলবেন, আগের থেকেও অল্পবয়সী মনে হচ্ছে তাঁকে। ছবি: সংগৃহীত।

সত্তরেও লাস্যময়ী রেখা। সম্প্রতি এক কথোপকথন অনুষ্ঠানে এসে তিনি নিজেই বলেছেন, তিনি প্রত্যাশা করেন সকলে তাঁকে দেখে বলবেন, ‘কত বদলে গেছ!’ রেখা প্রত্যাশা করেন সকলে বলবেন, আগের থেকেও অল্পবয়সী মনে হচ্ছে তাঁকে। এমন কথা তিনি সরাসরি বলেছেন কপিল শর্মাকে।

Advertisement

এই প্রত্যাশা একেবারেই অমূলক নয়। সত্যিই তাঁর ত্বকের জেল্লা, হাসির ঝিলিক আর মরাল গমন এখনও ঈর্ষান্বিত করতে পারে বলিউডের তাবড় নায়িকাকে। গত সেপ্টেম্বর মাসেই এক পুরস্কার বিতরণী মঞ্চে একটানা ২০ মিনিট নৃত্য প্রদর্শন করে তাক লাগিয়ে দিয়েছেন ‘উমরাও জান’খ্যাত অভিনেত্রী। প্রমাণ করে দিয়েছেন বয়স শুধুই সংখ্যা মাত্র।

তাঁর পোশাক, তাঁর গহনা, প্রসাধনী— সবই চোখ ধাঁধিয়ে দেয়। কিন্তু এই বয়সে খুব বেশি অভিনয় করেন না রেখা। তা হলে কী করে দিন গুজরান হয় তাঁর! কী ভাবেই বা এই বিলাসবহুল জীবন যাপন করেন বর্ষীয়ান অভিনেত্রী! হিসাব বলছে, শুধু দামি দামি কাঞ্জিভরম শা়ড়ি বা গহনাই নয়। রেখার সম্পত্তির মধ্যে রয়েছে নানা ধরনের বিলাসবহুল দামি গাড়ি। যার কোনওটির দাম দেড় কোটি তো কোনওটির দাম ৬ কোটি, কোনওটির আবার ১০ কোটির কাছাকাছি।

Advertisement

কোথা থেকে আসে এত টাকা?

এক সময় রেখা ছিলেন বলিউডের সব থেকে বেশি পারিশ্রমিক নেওয়া নায়িকা। সে যুগেই তিনি একটি ছবির জন্য ১৪ কোটি টাকা পারিশ্রমিক নিতেন বলে জানা যায়। এখন কোনও বিপণনী সংস্থার জন্য কাজ করতে হলে রেখা প্রায় ৬ কোটি টাকা দাবি করেন। ২০১২ সালে তিনি রাজ্য সভার সদস্য মনোনীত হয়েছিলেন। ফলে সেই সময় সরকারি ভাতাও পেতেন।

এই মুহূর্তে রেখা থাকেন মুম্বইয়ের বান্দ্রা বাসস্ট্যান্ড এলাকার এক বিলাসবহুল বাংলোয়। যার দাম হতে পারে ১০০ কোটির কাছাকাছি। জানা গিয়েছে এই মুহূর্তে বিভিন্ন সংস্থার প্রচারের জন্য তিনি বার্ষিক প্রায় ৬৫ লক্ষ টাকা উপার্জন করে থাকেন। স্থাবর-অস্থাবর মিলিয়ে ২০২৪ সালের রেখার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩৩২ কোটি টাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement