Pushpa 2: The Rule

অপমানিত রাজপুত! ‘পুষ্পা ২’ -এর প্রযোজককে বাড়িতে ঢুকে মারব, হুমকি রাজপুত নেতার

সারা বিশ্বে ৮০০ কোটিরও বেশি ব্যবসা। তবু ‘পুষ্পা ২’-এর গেরো কাটছে কই? নতুন বিপদ ক্ষত্রিয় প্রতিবাদ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৫
Share:

‘পুষ্পা ২’-এ ফহাদ ফাসিল, অল্লু অর্জুন। ছবি: সংগৃহীত।

বিতর্কে বসতি লক্ষ্মী? তেমনই জানে বলিউড। মায়ানগরীর ধারণা, যত বিতর্ক, ততই ছবির আয়বৃদ্ধি! সেই পথেই হাঁটছে ‘পুষ্পা ২’। এক দিকে বিশ্বে ৮০০ কোটি টাকারও বেশি ব্যবসা করে ফেলেছে। যে কোনও দিন হাজার কোটির ক্লাবে ঢুকে পড়বে ছবিটি। দেশেও ৩০০ কোটি পার। তবু গেরো কাটছে কই। বিতর্কে জেরবার ছবির নায়ক অল্লু অর্জুন। তাঁর ছবি দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত শিশু-সহ এক মহিলা। প্রেক্ষাগৃহে বিষাক্ত গ্যাস ছড়ানো, আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। এ বার নতুন বিপদ ক্ষত্রিয় প্রতিবাদ। খবর, ছবির প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আসরে নামতে চলেছেন রাজপুত নেতা ‘রাজ শেখাওয়াত’।

Advertisement

ছবিতে ‘শেখাওয়াত’ শব্দটি ব্যবহার করা হয়েছে। তাতেই নাকি খেপেছে রাজপুত কুল। তাঁদের দাবি, অপমান করা হয়েছে রাজপুত ক্ষত্রিয়দের। অভিযোগকারীদের হয়ে সমাজমাধ্যমে মুখ খুলেছেন রাজ শেখাওয়াত। এক্স (সাবেক টুইট হ্যান্ডল)-এ এক ভিডিয়ো বার্তায় তিনি হুমকি দিয়েছেন, “শেখাওয়াত’ উপাধিকে নেতিবাচক ভাবে ‘পুষ্পা ২’-তে ব্যবহার করা হয়েছে। এটা ক্ষত্রিয়দের অপমান।” তিনি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, শব্দটি ছবিতে একাধিক বার ব্যবহৃত হয়েছে। শীঘ্র সরিয়ে না ফেললে প্রযোজককে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

এখানেই শেষ নয়। রাজ শেখাওয়াত উস্কেছেন করণী সেনাদেরও। তিনি বলেছেন, “বিনোদনের উপকরণ হিসেবে আরও এক বার ক্ষত্রিয়রা অপমানিত। খুব দুর্বল ভাবে ‘শেখাওয়াত’দের দেখানো হয়েছে। আপনারা তৈরি থাকুন। আমাদের নির্দেশ না মানলে যে কোনও সময় প্রযোজককে উচিত শিক্ষা দিতে হবে।” প্রয়োজনে প্রযোজকের বাড়ির ভিতরে ঢুকে মারধর করারও হুমকি দিয়েছেন তিনি! প্রসঙ্গত, পরিচালক সুকুমারের এই ছবিতে এসপি ‘বনওয়ার সিংহ শেখাওয়াত’-এর ভূমিকায় অভিনয় করেছেন ফহাদ ফাসিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement