Kareena Kapoor Khan-Aamir Khan

‘লাল সিংহ চড্ডা’ ছবি থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন করিনা, সিদ্ধান্ত শুনে কী বলেন আমির?

আমির খান এবং করিনা কপূর খান ভাল বন্ধু। কিন্তু আমিরের ‘লাল সিংহ চড্ডা’র শুটিংয়ের মাঝেই ছবি ছাড়তে চেয়েছিলেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১৪:৩৩
Share:

‘লাল সিংহ চড্ডা’ ছবির একটি দৃশ্যে আমির খান এবং করিনা কপূর খান। ছবি: সংগৃহীত।

২০২২ সালে মুক্তি পায় আমির খান এবং করিনা কপূর অভিনীত ছবি ‘লাল সিংহ চড্ডা’। ছবিটি বক্স অফিসে সফল না হলেও, এই ছবি আমিরের কেরিয়ারের অন্যতম পালক। কারণ, এই ছবির জন্য কয়েক বছর ধরে নিজেকে প্রস্তুত করেছিলেন আমির। অভিনেতার সঙ্গে করিনার রসায়ন আগে দর্শক ‘থ্রি ইডিয়ট্‌স’ ছবিতে দেখেছিলেন। সেই মতো এই ছবিতেও নির্মাতারা আমিরের বিপরীতে করিনাকে বেছে নেন। কিন্তু অনেকেই হয়তো জানেন না, এ রকম একটি উল্লেখযোগ্য ছবি থেকে করিনা এক সময় সরে দাঁড়াতে চেয়েছিলেন।

Advertisement

সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে তাঁর সিদ্ধান্তের কথা জানিয়েছেন করিনা। অভিনেত্রী জানান, ছবির তখন প্রায় ৬০ শতাংশ শুটিং হয়ে গিয়েছে। এ দিকে অতিমারি পরিস্থিতির মধ্যেই করিনা জানতে পারেন, তিনি সন্তানসম্ভবা। অভিনেত্রীর কথায়, ‘‘আমি প্রথমে সইফকে বিষয়টা জানাই। ও বলে আমিরের সঙ্গে কথা বলতে।’’

তার পর আমিরকে ফোনে বিষয়টি জানান করিনা। অভিনেত্রী বলেন, ‘‘আমি বলি, তুমি চাইলে আমাকে বাদ দিতে পারো। কারণ, আমি একজন মা এবং এই মুহূর্তে আমি আমার দ্বিতীয় সন্তানের জন্মের অপেক্ষায় রয়েছি।’’ আমির কিন্তু করিনার উপর কোনও রকম রাগ করেননি। তিনি করিনাকে বলেন, ‘‘আমরা একসঙ্গে ছবিটা করব। আমি তোমার জন্য অপেক্ষা করব।’’ করিনাও আমিরের সিদ্ধান্ত শুনে খুশি হন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement