Celebrity Gossip

নয়নতারা কাজিয়া অতীত? হলিউডের সিডনির উপরে নজর পড়েছে ধনুষের?

দক্ষিণী বিনোদন দুনিয়ায় তাঁর ছবির সংখ্যা ৫০। ধনুষ আবারও নাকি হলিউড যাচ্ছেন। জুটি বাঁধছেন সিডনি সুইনের সঙ্গে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১৭:৪৭
Share:

ধনুষের নজরে কোন হলিউড নায়িকা? ছবি: সংগৃহীত।

আগেই হলিউডে দু’টি ছবি করেছিলেন তিনি, ‘দ্য গ্রে ম্যান’, ‘দ্য এক্সট্রা অর্ডিনারি জার্নি অফ দ্য ফকির’। এ বার তৃতীয় ছবি করতে ফের হলিউড যাচ্ছেন ধনুষ। জানা গিয়েছে, সোনি পিকচার্সের আগামী ছবি ‘স্ট্রিট ফাইটার’-এ মুখ্য অভিনেতা তিনিই। বিপরীতে ‘আমেরিকান জেন জেড’-খ্যাত নায়িকা সিডনি সুইনি। প্রযোজক বা অভিনেতাদের তরফ থেকে এখনও খবরে সিলমোহর দেওয়া হয়নি। কিন্তু চর্চা শুরু হতেই দক্ষিণী বিনোদন দুনিয়ার প্রশ্ন, তা হলে কি নয়নতারার সঙ্গে ধনুষের আইনি কাজিয়া আপাতত স্থগিত?

Advertisement

ধনুষের যাবতীয় জনপ্রিয়তা দক্ষিণী বিনোদন দুনিয়ায়। সেখানে ‘কোলাভেরি ডি’-খ্যাত নায়ক ৫০টি ছবি করে ফেলেছেন। ‘রায়ান’ তাঁর ৫০তম ছবি। যদিও ছবিটি মুক্তি পায়নি। অভিনেতা তাঁর পরের ছবি ‘কুবেরা’র জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছেন। তাঁর সঙ্গে দেখা যাবে নাগার্জুন, রশ্মিকা মন্দানাকে। সব ঠিক থাকলে এ বছরেই তিনি পরিচালকের আসনেও বসবেন। তাঁর প্রথম পরিচালনা ‘ইডলি কড়াই’। তার মধ্যেই হলিউডে অভিনয়ের জল্পনা ছড়ানোয় খুশি ধনুষের অনুরাগীরা।

কী ধরনের ছবিতে দেখা যেতে পারে অভিনেতাকে? জানা গিয়েছে, ‘স্ট্রিট ফাইটার’ সোনি পিকচার্সের সম্পূর্ণ অ্যাকশনধর্মী ছবি। একটি জনপ্রিয় ভিডিয়ো গেম ফ্র্যাঞ্চাইজির উপর ভিত্তি করে ছবিটি তৈরি হবে। ছবিমুক্তির কথাও প্রাথমিক ভাবে প্রকাশ্যে। সব ঠিক থাকলে ২০২৬-এর ২০ মার্চ প্রেক্ষাগৃহে আসতে পারেন ধনুষ-সিডনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement