অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। ছবি: সংগৃহীত।
ছবির পাশাপাশি বাংলা ধারাবাহিকেও নিয়মিত অভিনয় করেন অম্বরীশ ভট্টাচার্য। এই মুহূর্তে দর্শক ‘রোশনাই’ ধারাবাহিকে দেখছেন তাঁকে। তবে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, অভিনেতা এ বার হিন্দি ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন।
সূত্রের খবর, একটি সর্বভারতীয় চ্যানেলের জন্য নতুন ধারাবাহিকের পাইলট শুটিং শুরু হয়েছে মুম্বইয়ে। এই ধারাবাহিকেই অভিনয় করবেন অম্বরীশ। অভিনেতা এর আগে মুম্বইয়ে একাধিক বিজ্ঞাপনের কাজ করেছেন। অমিতাভ বচ্চনের সঙ্গেও তাঁকে বিজ্ঞাপনী ছবিতে দেখেছেন দর্শক। সূত্রের খবর, এমনই একটি বিজ্ঞাপনী ছবির পরিচালকের তরফে অম্বরীশের কাছে ধারাবাহিকের প্রস্তাব আসে। চরিত্রটি নাকি বাঙালি। তাই অম্বরীশকে নির্বাচন করেছেন নির্মাতারা।
তবে এই ধারাবাহিকের সবটাই প্রাথমিক পর্যায়ে রয়েছে। কিছু পাইলট এপিসোডের শুটিং হয়েছে। অম্বরীশও সেখানে ছিলেন। চলতি মাসেও এই ধারাবাহিকের একপ্রস্ত শুটিং হওয়ার কথা। ধারাবাহিকের নামকরণও এখনও চূড়ান্ত হয়নি। সূত্রের দাবি, অন্যান্য কাস্টিং চূড়ান্ত হলেই ধারাবাহিকের শুটিং শুরু হওয়ার কথা।
এই মুহূর্তে টলিপাড়া থেকে মুম্বইয়ে হিন্দি ধারাবাহিকে অনেকেই অভিনয় করছেন। দেবচন্দ্রিমা সিংহ রায়, অদ্রিজা রায় এবং ঋষি কৌশিক অন্যতম। এ বার সেই তালিকায় যুক্ত হতে চলেছে অম্বরীশের নাম। অম্বরীশ শক্তিশালী অভিনেতা। কমেডি বা সিরিয়াস চরিত্রে তিনি একাধিক বার দর্শককে চমকে দিয়েছেন। কেরিয়ারের নতুন বাঁকে নতুন মাধ্যমে তিনি কী ভাবে হাজির হবেন, জানতে অপেক্ষায় দর্শক।