‘শ্রীবল্লি’রূপী আন্দ্রেয়ী রায়। ছবি: ইনস্টাগ্রাম।
প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২’ মুক্তি পাচ্ছে ৫ ডিসেম্বর। সম্ভবত তার আগেই ছোট পর্দায় দেখা দিতে চলেছে ছবির জনপ্রিয় চরিত্র ‘শ্রীবল্লি’! ধারাবাহিকে বড় পর্দার ছায়া নতুন কিছু নয়। সেই চমক ‘নিমফুলের মধু’তেও। এই ধারাবাহিকেই দেখা যাবে ‘শ্রীবল্লি’ চমক।
‘নিমফুলের মধু’ ধারাবাহিকের গল্প ২০ বছর এগিয়ে গিয়েছে। সৃজন-পর্ণার মেয়ে পুঁটি বড় হয়ে গিয়েছে। সেই চরিত্রে এসেছেন সোমু সরকার। একই ভাবে একেবারে নতুন চরিত্র মোহিনীকে দেখা যাবে খুব শীঘ্র। এই চরিত্রে অভিনয় করছেন আন্দ্রেয়ী রায়। তিনি ‘পুষ্পা’ ছবির ‘শ্রীবল্লি’ সাজে আসছেন। ইতিমধ্যেই সেই লুক প্রকাশ্যে। দর্শকমহলেও চর্চা সেই সাজ নিয়ে। চরিত্রাভিনেত্রী রশ্মিকা মন্দানার সাজে সেজে আয়নার সামনে দাঁড়িয়ে কেমন লেগেছিল আন্দ্রেয়ীর?
প্রশ্ন ছিল আনন্দবাজার অনলাইনের। সপ্তাহের প্রথম দিন। জোরকদমে শুটিং চলছে। তার ফাঁকেই অভিনেত্রী বললেন, “কতটা মানিয়েছে আমাকে তা দর্শক বলবেন। শুনেছি, সমাজমাধ্যমে আমার ‘শ্রীবল্লি’ লুক ভাইরাল। আমার ক্ষেত্রেও এটা বড় বদল।” কারণও জানিয়েছেন তিনি। আন্দ্রেয়ীর ঝুলিতে খলনায়িকা চরিত্রের সংখ্যাই বেশি। সাজও একঘেয়ে। হয় শাড়ি নয় পাশ্চাত্য পোশাক। ‘শ্রীবল্লি’ লুক নিমেষে তাঁকে দর্শকদের কাছে পৌঁছে দিয়েছে। তিনিও উপভোগ করছেন। যদিও চরিত্রের নাম ‘মোহিনী’।
তা হলে কি রশ্মিকার পরে বাংলা ধারাবাহিকে ‘তেজাব’ ছবির ‘মোহিনী’ মাধুরী দীক্ষিতও আসবেন? সঙ্গে ‘এক দো তিন’ গানের তালে নাচ?
শুনে হেসে ফেলেছেন অভিনেত্রী। জানিয়েছেন, সবটাই ক্রমশ প্রকাশ্য। ফলে, নিজের চরিত্র নিয়ে এই মুহূর্তে বেশি কিছু বলতে পারবেন না। আশা, দর্শককে একেবারে নিরাশ করবেন না। আন্দ্রেয়ী ‘ফুলকি’ ধারাবাহিকেও খলনায়িকা চরিত্রে অভিনয় করছেন। ‘নিমফুলের মধু’তেও কি তাই? তাঁর কথায়, “শুরুতে ধূসর। তার পর চরিত্রে ভালমন্দ দুটোই থাকবে। শুধু ভাল বা মন্দ নয়।”
সময়ের বড় বিরতি। তাই ‘পুষ্পা’ ছাড়া আরও পরিবর্তন দেখা যাবে। যেমন, ‘বড় আম্মা’ ওরফে লিলি চক্রবর্তী ৯৯ ছুঁয়েছেন। দত্ত বাড়ির বাকিরা তাঁর ১০০ বছর পূর্ণ করার অপেক্ষা। বড় জ্যাঠা আর নেই। কিন্তু তার ‘ধ্যাষ্টামো’ কথাটা সার্থক ভাবে বহন করছে তার বড় ছেলে অয়ন।