Russia-Ukraine War

ইউক্রেন পাবে ছ’হাজার কোটি টাকারও বেশি অস্ত্র, প্রেসিডেন্ট পদ ছাড়ার আগে বড় সিদ্ধান্ত বাইডেনের

ডোনাল্ড ট্রাম্পের জয়ের সময় বাইডেন ইউক্রেনের জন্য বিপুল সমর সম্ভার বরাদ্দ করেছিলেন। তার মধ্যে ছিল ৩০০ কিলোমিটার পাল্লার ‘ভূমি থেকে ভূমি’ ক্ষেপণাস্ত্র এটিএসিএমএস।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ ২৩:০৪
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

হোয়াইট হাউস ছাড়ার আগে ইউক্রেনকে বিপুল অস্ত্র এবং সামরিক সরঞ্জাম সরবরাহের বিষয়টি নিশ্চিত করলেন জো বাইডেন। সোমবার আমেরিকার বিদায়ী প্রেসিডেন্টের ‘লেম ডাক’ সরকার কিভের হাতে আরও সাড়ে ৭২ কোটি ডলার (প্রায় ৬১৪৪ কোটি টাকা) মূল্যের সমর উপকরণ তুলে দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে।

Advertisement

এর আগে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের সময় বাইডেন ইউক্রেনের জন্য বিপুল সমর সম্ভার বরাদ্দ করেছিলেন। তার মধ্যে ছিল ৩০০ কিলোমিটার পাল্লার ‘ভূমি থেকে ভূমি’ ক্ষেপণাস্ত্র এটিএসিএমএস। কার্যত, পেন্টাগনের নীতি থেকে সরে মূল রুশ ভূখণ্ডে ওই অস্ত্রে হামলা চালানোর জন্য ভলোদিমির জ়েলেনস্কির সরকারকে অনুমতি দেন বাইডেন। এর পর যুদ্ধের ১০০০তম দিনে রাশিয়ার মূল ভুখণ্ডে হামলা চালাতে আমেরিকার সংস্থা লকহিড মার্টিন সংস্থার তৈরি ওই অস্ত্র ব্যবহার করেছিল ইউক্রেন ফৌজ।

এর জেরে গত মাসে ওয়াশিংটনের তীব্র সমালোচনা করেছিল পুতিন সরকার। আর তার পরেই সাময়িক ভাবে ইউক্রেনের রাজধানী কিভে আমেরিকার দূতাবাস বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করেছিল ওভাল অফিস। পশ্চিমি সংবাদমাধ্যম জানাচ্ছে, এ বার ইউক্রেনকে দেওয়া সামরিক সাহায্যের তালিকায় উল্লেখযোগ্য হল ল্যান্ডমাইন সন্ধানী যন্ত্র এবং ড্রোন বিধ্বংসী ব্যবস্থা। এর আগে স্থলপথে রুশ আগ্রাসন ঠেকাতে ইউক্রেন সেনাকে মানববিরোধী ল্যান্ডমাইন (সামরিক পরিভাষায় ‘অ্যান্টি পার্সোনেল ল্যান্ডমাইন’) দিতে সম্মত হয়েছিল পেন্টাগন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement