East Bengal

হাঁটতে পারেন না জন্ম থেকেই, লাল-হলুদ সমর্থক গণেশের পাশে দাঁড়াল ইমামি ইস্টবেঙ্গল

জন্ম থেকে হাঁটুর বিরল রোগে ভুগছেন। তখন থেকেই হাঁটতে পারেন না। তবে নিয়মিত খেলা দেখতে মাঠে ছুটে আসেন। লাল-হলুদের সেই সমর্থক গণেশ দাসের পাশে দাঁড়াল ইমামি ইস্টবেঙ্গল।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ ২২:৫৯
Share:

ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি হাতে গণেশ দাস। ছবি: সংগৃহীত।

জন্ম থেকে হাঁটুর বিরল রোগে ভুগছেন। তখন থেকেই হাঁটতে পারেন না। তবে ক্লাবের প্রতি টানের কোনও তুলনা হয় না। তাই নিয়মিত খেলা দেখতে মাঠে ছুটে আসেন। লাল-হলুদের সেই সমর্থক গণেশ দাসের পাশে দাঁড়াল ইমামি ইস্টবেঙ্গল। তাঁর হাতে তুলে দেওয়া হল বেশ কিছু সরঞ্জাম, যা দৈনন্দিন কাজকর্মে সাহায্য করবে।

Advertisement

২ ডিসেম্বর, সোমবার আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। সেই দিনই গণেশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ইস্টবেঙ্গল। তাদের সঙ্গে একটি বেসরকারি হাসপাতালের গাঁটছড়া রয়েছে। তাদের পক্ষ থেকেই সাহায্য করা হয়েছে। গণেশের হাতে নি প্যাড, লাম্বার বেল্ট, স্কুটার হেলমেট এবং একটি জার্সি তুলে দেওয়া হয়েছে।

কলকাতার বাঘাযতীনের বাসিন্দা গণেশ। জন্ম থেকে হাঁটতে পারেন না। ধূপকাঠি বিক্রি করেই যাবতীয় রোজগার। তবে ১৯৯৭ সাল থেকে ইস্টবেঙ্গলের ম্যাচ থাকলে নিয়ম করে যাবেনই। তাঁকে সোমবার ক্লাবের অনুশীলনে আনা হয়। চোখের সামনে ক্লাবের অনুশীলন দেখে স্বপ্ন পূরণ হয়েছে গণেশের।

Advertisement

অনুশীলন শেষ হওয়ার পর গণেশকে অভ্যর্থনা জানায় গোটা দল। ক্লাবের পাশে থেকে সমর্থন জানানোর জন্য প্রশংসা করেন কোচ অস্কার ব্রুজ়ো। তিনি বলেন, “আপনাদের মতো সমর্থকের জন্যই ক্লাবটা বেঁচে রয়েছে। আপনার সঙ্গে কথা বলতে পেরে আমরা সম্মানিত। আপনার পাশে আমরা সব সময়ে রয়েছে। আশা করি ভবিষ্যতে আবার কোনও অনুশীলনে আপনাকে ডাকতে পারব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement