PV Sindhu

বিয়ে করছেন সিন্ধু, ২২ ডিসেম্বর এক হচ্ছে চারহাত, কাকে জীবনসঙ্গী বাছলেন অলিম্পিক্স পদকজয়ী?

রবিবার সৈয়দ মোদী ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ট্রফি জিতেছেন। সোমবার যে খবর প্রকাশ্যে এল তার জন্য অনেকেই তৈরি ছিলেন না। বিয়ে করছেন পিভি সিন্ধু। ২২ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। রাজস্থানের উদয়পুরে হবে বিয়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ ২৩:০৮
Share:

বিয়ে করছেন পিভি সিন্ধু। ছবি: সমাজমাধ্যম।

রবিবার সৈয়দ মোদী ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ট্রফি জিতেছেন। তখনই জানিয়েছিলেন যে আবার জানুয়ারিতে খেলতে নামবেন। তবে সোমবার যে খবর প্রকাশ্যে এল তার জন্য অনেকেই তৈরি ছিলেন না। বিয়ে করছেন পিভি সিন্ধু। ২২ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। রাজস্থানের উদয়পুরে হবে বিয়ে।

Advertisement

২৮ মাস পর রবিবার ট্রফি জিতেছিলেন সিন্ধু। সোমবারই বিয়ের খবর প্রকাশ্যে এসেছে। সিন্ধু যাঁকে বিয়ে করছেন তিনি অবশ্য পরিচিত কেউ নন। বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থার শীর্ষকর্তা বেঙ্কট দত্ত সাইকে বিয়ে করছেন দু’বারের অলিম্পিক্স পদকজয়ী।

সোমবার সংবাদ সংস্থাকে সিন্ধুর বাবা পিভি রমনা বলেছেন, “দুটো পরিবারই দীর্ঘ দিন একে অপরকে চেনে। তবে এক মাস আগে বিয়ের ব্যাপারে চূড়ান্ত হয়েছে। এই একটাই সময় খুঁজে বার করা গিয়েছে। কারণ জানুয়ারি থেকে সিন্ধুর সূচি খুবই কঠিন। সে কারণেই ২২ ডিসেম্বর বিয়ের অনুষ্ঠান রাখা হয়েছে। ২৪ ডিসেম্বর হায়দরাবাদে রিসেপশন হবে। তার পরেই জোরকদমে প্রস্তুতি শুরু করে দেবে সিন্ধু। পরের মরসুমটা খুবই গুরুত্বপূর্ণ।” ২০ ডিসেম্বর থেকেই বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে।

Advertisement

ভারতের খেলাধুলোর জগতে সিন্ধুকে অন্যতম সফল ক্রীড়াবিদ হিসাবেই ধরা হয়। ২০১৬ এবং ২০২০ অলিম্পিক্সে যথাক্রমে রুপো এবং ব্রোঞ্জ জিতেছিলেন। তবে প্যারিস অলিম্পিক্সে পদক পাননি। অতীতে বিশ্বচ্যাম্পিয়নও হয়েছেন। ২০১৭ সালে বিশ্বের দু’নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড় হয়েছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement