আরজি কর-কাণ্ড নিয়ে বিস্ফোরক বিধায়ক-অভিনেত্রী লাভলি মৈত্র। ছবি: ফেসবুক।
আরজি কর-কাণ্ড, তার প্রতিবাদ, শাসকদলের ভূমিকা নিয়ে শুরু থেকেই চর্চা, সমালোচনা চলছে। সমাজমাধ্যমেও কটাক্ষের বানভাসি, নানা মুনির নানা মত। কখনও নাগরিক সমাজ, কখনও বিরোধী দল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যকলাপ নিয়ে কাটাছেঁড়া চলেছে নানা ভাবে।
কিন্তু শাসকদল থেকে কখনও সে ভাবে কি তার প্রত্যুত্তর দেওয়া হয়েছে? কিছু দিন আগে ধর্নামঞ্চে গিটার বাজিয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন শাসকদলের নেত্রী-অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি সেই সময় জোরালো প্রতিবাদ জানিয়েছিলেন। এ বার বিস্ফোরক সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র। রবিবার তিনি প্রকাশ্যে নাম না করে বিঁধেছেন প্রতিবাদীদের। বলেছেন, “আরজি কর-কাণ্ডে মৃতা তরুণী চিকিৎসকের নাকি বিচার চাই! আসলে মৃতার বিচার নয়, তাঁর মা-বাবার কষ্ট-যন্ত্রণা, তাঁদের সন্তান হারানোর শোক বাজারে বিক্রি করাটাই লক্ষ্য। সেখান থেকে রাজনৈতিক মুনাফা লাভ আর নিজেদের আনন্দ-ফূর্তি।”
এ দিন শুরু থেকেই লাভলি আক্রমণাত্মক। তাঁর ব্যঙ্গ, “রাতদখলে কী হচ্ছে? গানবাজনা হচ্ছে। নাটক করছে রাস্তায়। নাচ করছে। গিটার বাজিয়ে গান হচ্ছে। নাচনকোঁদন, গিটার, গান— সব কিছু চলছে।” তাঁর মতে, এ সবের মাধ্যমে আদতে নিজেদের আনন্দ আয়োজন করা হচ্ছে। এখানেই শেষ নয়! তিনি প্রতিবাদীদের পারস্পরিক সম্পর্ক নিয়েও মন্তব্য করতে দ্বিধা করেননি। এই প্রসঙ্গে তাঁর দাবি, “এই যে বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড বলছে! ঠিকই তো। সারা রাত একসঙ্গে থাকা যাবে। গানবাজনা হবে, কিছু নেশা-ভাঙ হবে। বিরিয়ানি খাওয়া হবে। ভালই তো, সারা রাতটা যদি এ ভাবে কাটে।” তাঁর মতে, তরুণী চিকিৎসক আদতে উপলক্ষ্য মাত্র।