Celebrity Life

বিকিনি ছেড়ে মুণ্ডিতমস্তক! বলিউডে উষ্ণতা ছড়ানো অক্ষয়ের নায়িকা কেন সন্ন্যাসিনী?

‘খিলাড়িয়োঁ কা খিলাড়ি’ ছবি দিয়ে বলিউডে আগমন। বিপরীতে অক্ষয় কুমারের মতো নায়ক। প্রথম ছবিতেই জনপ্রিয়। তার পরেও মঠে দিনযাপন তাঁর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৪:০৫
Share:

সন্ন্যাসিনী বেশে নায়িকা বরখা মদন। ছবি: সংগৃহীত।

ঝুলিতে মাত্র দুটো ছবি, ‘খিলাড়িওঁ কা খিলাড়ি’, ‘ভূত’। দুটো ছবিতেই তাঁর অভিনয় প্রশংসিত। বক্স অফিসে সাফল্য এনেছিল ছবি দুটো। আরও আছে। সৌন্দর্য প্রতিযোগিতায় তিনি ছিলেন সুস্মিতা সেন, ঐশ্বর্য রাই বচ্চনের যোগ্য প্রতিদ্বন্দ্বী। অক্ষয়কুমার তাঁর প্রথম ছবির নায়ক! সিনেপ্রেমীরা এক ডাকে চিনতেন বরখা মদনকে। বিকিনি পরিহিত পঞ্জাবি কন্যার উজ্জ্বল উপস্থিতি পর্দায় উষ্ণতা ছড়াত।

Advertisement

সেই নায়িকা এখন কোথায়, কী ভাবে আছেন, জানেন?

সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই ছবি। বরখার নতুন রূপ দেখে স্তম্ভিত বলিউড। মুণ্ডিতমস্তক তিনি, পরনে রক্তবস্ত্র। বিকিনি ছেড়ে বরখা এখন বৌদ্ধ সন্ন্যাসিনী। নতুন নাম গ্যালটেন সামটেন। খবর, বৌদ্ধ সন্ন্যাসী দলাই লামার থেকে দীক্ষা নিয়েছেন। মুখেচোখে প্রশান্তি, হাসিতেও তার ছায়া। বলিউড তাঁকে দেখে বিস্মিত হলেও বরখা নির্বিকার। তাঁর স্থায়ী ঠিকানা পাহাড়ের কোলে গড়ে ওঠা বৌদ্ধ মঠ। ছবি বলছে, সেখানে ভাল আছেন তিনি। জাগতিক সমস্ত চাওয়াপাওয়ার ঊর্ধ্বেই বুঝি উঠে গিয়েছেন!

Advertisement

কোন আকর্ষণে বরখা মায়ানগরীর মায়া অগ্রাহ্য করে সর্বত্যাগী সন্ন্যাসিনী? ২০১২ সালে সন্ন্যাস নেওয়া প্রাক্তন অভিনেত্রীর দাবি, “পঞ্জাবি হলেও মনে মনে বৌদ্ধ ধর্মের প্রতি বরাবরের আকর্ষণ। ধর্মগুরু দলাই লামা অতি প্রিয়। বলিউডে থাকাকালীন অন্তর থেকে আধ্যাত্মিক টান অনুভব করতাম। একটা সময়ের পর তাই প্রিয় ধর্মগুরুর থেকে দীক্ষা নিই। মস্তক মুণ্ডনের পর নতুন নাম নিয়ে যেন নবজন্ম হয়েছে।” মানবসেবায় সমর্পিত বরখা বিশ্বাস করেন, “যে সয় সে রয়। একমাত্র ধৈর্যই পারে মনকে স্থির রাখতে। স্থির জল যেমন আয়নার মতো স্বচ্ছ্।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement