Kangana Ranaut

‘প্রথম দু’মিনিটেই বড় চমক’, ‘ইমার্জেন্সি’ মুক্তির পরেই বড় প্রাপ্তি হতে চলেছে কঙ্গনার!

ইন্দিরা গান্ধীর চরিত্রে কঙ্গনা। শ্রেয়শ তলপড়েকে দেখা যাবে অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে। কী বললেন অভিনেতা?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১২:৫১
Share:

কঙ্গনার বড় প্রাপ্তি। ছবি: সংগৃহীত।

বহু বিতর্কের পরে অবশেষে মুক্তি পাচ্ছে কঙ্গনা রানাউতের ছবি ‘ইমার্জেন্সি’। ছবিমুক্তি নিয়ে কালঘাম ছুটেছিল অভিনেত্রীর। ভারতের জরুরি অবস্থা ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ছবিতে তুলে ধরেছেন কঙ্গনা। এই ছবির প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্যকারও তিনি নিজেই। ছবিতে প্ররোচনামূলক বেশ কিছু বিষয় রয়েছে বলে দাবি করেছিল শিরোমণি অকালি দল। তার পরে সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়ে জলঘোলা হয় বিস্তর। অবশেষে সব বাধা পেরিয়ে ১৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘ইমার্জেন্সি’।

Advertisement

ছবিতে কঙ্গনাকেই দেখা যাবে ইন্দিরা গান্ধীর চরিত্রে। শ্রেয়শ তলপড়েকে দেখা যাবে অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে। এই ছবির জন্য নাকি দিনরাত এক করে পরিশ্রম করেছেন কঙ্গনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে নিয়ে কথা বলেন শ্রেয়শ। অভিনেতার কথায়, কঙ্গনা এই ছবির জন্য বড় সম্মান পেতে চলেছেন। এই ছবিই নাকি কঙ্গনাকে ফের জাতীয় পুরস্কারে ভূষিত করবে। শুধু অভিনয় নয়। পরিচালনা, প্রযোজনা ও অভিনয়— তিন ক্ষেত্রেই নাকি কঙ্গনা মন দিয়ে কাজ করেছেন।

সাক্ষাৎকারে শ্রেয়শ মন্তব্য করেছেন, “আমি নিজে ছবিটা দেখে ফেলেছি। এমন একটি বিষয় নিয়ে ছবি করার জন্য কঙ্গনার প্রশংসা করতেই হবে। নিজেই পরিচালনা করেছেন। নিজেই ইন্দিরাজির চরিত্রে অভিনয়ও করেছেন। ছবির প্রথম দু’মিনিট দেখার পরে দর্শক ভুলে যাবেন, তাঁরা কঙ্গনাকে দেখছেন। মনে হবে স্বয়ং ইন্দিরা গান্ধীই রয়েছেন ছবিতে। এত ভাল অভিনয় করেছেন।”

Advertisement

‘ইমার্জেন্সি’কে আন্তর্জাতিক মানের ছবির মতো তৈরি করেছেন কঙ্গনা, দাবি শ্রেয়শের। অভিনেতা বলেছেন, “নিঃসন্দেহে বলতে পারি, এই ছবির জন্য বহু পুরস্কার পেতে চলেছেন কঙ্গনা।” ছবিতে মিলিন্দ সোমন, মহিমা চৌধুরী ও অনুপম খেরও অভিনয় করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement