Saif Ali Khan attacked

সইফ-করিনার ১০৩ কোটির বিলাসবহুল ফ্ল্যাট নিয়ে কোন চাঞ্চল্যকর তথ্য দিল মুম্বই পুলিশ?

সইফ-করিনার বাড়ির সামনে নিত্যদিন থাকে আলোকচিত্রীদের ভিড়। সকাল-সন্ধ্যায় ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকেন আলোকচিত্রীরা। কিন্তু তাঁর বাড়িতে অতর্কিতে কী ভাবে ঢুকে পড়ল দুষ্কৃতী?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৫:৩০
Share:

সইফ-করিনার এত দামি ফ্ল্যাটে কোন কোন জিনিসের খামতি রয়েছে? —ফাইল ছবি।

মম্বইয়ের বান্দ্রার অভিজাত পল্লিতে ফ্ল্যাট রয়েছে সইফ আলি খান ও করিনা কপূরের। সেই ফ্ল্যাটেই দুষ্কৃতীর হামলায় গুরুতর জখম হন অভিনেতা। বলিপাড়া সূত্রে খবর, ১২ তলার এই ফ্ল্যাটের অষ্টম তলায় থাকেন তিনি। প্রায় ১০ বছর আগে ফ্ল্যাটটি কিনেছিলেন সইফ। বর্তমানে এই ফ্ল্যাটের বাজারমূল্য ১০৩ কোটি টাকা। এই ফ্ল্যাটে মোট পাঁচটি শয়নকক্ষ রয়েছে। বিশাল ছাদ-বারান্দার পাশাপাশি রয়েছে আরও দু’টি বড় ঘর। গানবাজনার জন্য একটি ঘর এবং অন্য ঘরটি শরীরচর্চা করার জন্য। ছাদে রয়েছে বড় সুইমিং পুলও। তাঁদের বাড়ির সামনে নিত্যদিন থাকে আলোকচিত্রীদের ভিড়। সকাল-সন্ধ্যায় ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকেন আলোকচিত্রীরা। কিন্তু তাঁর বাড়িতে অতর্কিতে কী ভাবে ঢুকে পড়ল দুষ্কৃতী? সেই নিয়ে সন্দেহ নেটপাড়ার। ঘটনার তদন্তে নেমে মুম্বই পুলিশ চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছে। পাশপাশি অন্য তারকাদের সাবধান করেছে।

Advertisement

একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, অনুপ্রবেশকারী খান পরিবারের কোনও গৃহকর্মীর সঙ্গে পরিচিত ছিল। সম্ভবত সে কারণেই লবির সিসিটিভি ক্যামেরায় ধরা না পড়েই সে বাড়িতে প্রবেশ করে। আরও সন্দেহ, আক্রমণকারী বাড়ির নকশা জানত। সম্ভবত পাশের একটি কম্পাউন্ডের দেয়াল বেয়ে উপরের তলায় পৌঁছনোর জন্য ফায়ার শ্যাফ্‌ট ব্যবহার করেছিল। ‘সৎগুরু শরণ’ আবাসনের সাত তলার সিসি ক্যামেরায় তাকে দেখা গিয়েছে। কিন্তু সইফ-করিনা দুই ছেলেকে নিয়ে যেখানে থাকেন, সেখানে নেই ক্যামেরার নজরদারি। শুধু তা-ই নয়, তাঁদের আবাসনের দরজায় কোন ব্যক্তিগত নিরাপত্তাকর্মী থাকেন না পাহারার জন্য। আবাসনের কোনও রেজিস্ট্রির খাতা নেই। কে কখন আবাসনে ঢুকছেন, তার কোনও খতিয়ান নেই। মুম্বই পুলিশের আধিকারিকেরা নাকি তদন্তে নেমে নিজেরাও হতভম্ব এত বড় দুই তারকা যেখানে থাকেন, সেখানে নিরাপত্তার এমন শিথিলতা দেখে। মুম্বই পুলিশ জানায়, এই ঘটনা সইফ-করিনা সহ অন্য তারকাদের চোখ খুলে দিয়েছে। এই মুহূর্তে বলিউডের উপলব্ধি— নিরাপত্তাই সবার আগে কাম্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement