Saif Ali Khan attacked

নিশানায় ছিলেন শাহরুখও? দু’দিন আগেই মন্নতে যায় দুষ্কৃতী! পুলিশি তদন্তে বিস্ফোরক তথ্য

বাড়ির অন্দরে প্রবেশ না করলেও, বাইরে থেকে চারপাশ দেখে এসেছিল সেই ব্যক্তি। মনে করা হচ্ছে, সইফের হামলাকারীই মন্নতের আশপাশ রেকি করতে পৌঁছেছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১২:২৮
Share:

সইফের আগে দুষ্কৃতীর নিশানায় ছিলেন শাহরুখ! ছবি: সংগৃহীত।

অবশেষে মুম্বই পুলিশের জালে দুষ্কৃতী। বৃহস্পতিবার থেকে চিরুনিতল্লাশি চালাচ্ছিল পুলিশ। এর মধ্যেই তদন্তে উঠে এল আর এক বিস্ফোরক তথ্য। শুধু সইফই নন, দুষ্কৃতীর নিশানায় নাকি ছিল শাহরুখ খানের বাড়িও। সইফ আলি খানের বাড়িতে হামলা করার দু’দিন আগেই নাকি বান্দ্রায় শাহরুখের বাড়ি, অর্থাৎ মন্নতেও হানা দেয় এক সন্দেহভাজন ব্যক্তি।

Advertisement

বাড়ির অন্দরে প্রবেশ না করলেও, বাইরে থেকে চারপাশ দেখে এসেছিল সেই ব্যক্তি। মনে করা হচ্ছে, সইফের দুষ্কৃতীই মন্নতের চারপাশ রেকি করতে পৌঁছেছিল। বিষয়টি খতিয়ে দেখতে শাহরুখের বাড়িতেও মুম্বই পুলিশের একটি দল পৌঁছয়। জানা যাচ্ছে, ঘটনার দু’দিন আগেই মন্নতের সামনে এক সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। সে ছয় থেকে আট ফুটের একটি লোহার মই বেয়ে মন্নতে প্রবেশ করার চেষ্টাও করে।

বৃহস্পতিবারই সইফের বাড়ির সিসিটিভি ফুটেজে ধরা পড়েছিল দুষ্কৃতীর ছবি। শুক্রবার তাকে আটক করে মুম্বই পুলিশ। বান্দ্রা রেলওয়ে স্টেশনে তল্লাশির সময়েই তার খোঁজ পায় পুলিশ। তখন সেই ব্যক্তি সেখানে ঘোরাফেরা করছিল বলে জানা গিয়েছে। তার সন্দেহজনক গতিবিধি নজরে আসে পুলিশের। এর পরেই আটক করা হয় তাকে।

Advertisement

সইফের ঘটনায় এই মুহূর্তে ত্রস্ত গোটা বলিউড। জানা যাচ্ছে, বুধবার মধ্যরাতে ঘরের ভিতর ঢুকে পড়েছিল দুষ্কৃতী। ছেলের ঘরের সামনে তাকে দেখেই ঝঁপিয়ে পড়েন সইফ আলি খান। আর তখনই ধারালো অস্ত্র দিয়ে কোপায় দুষ্কৃতী। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে এমনই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement