Elephants

ঘুমপাড়ানি গুলি ছুড়ে ক্রেন দিয়ে তুলে নিয়ে যাওয়া হল দুই হাতিকে, দুবরাজপুরে ঢুকে পড়েছিল তারা

দুবরাজপুরের লোবা গ্রাম পঞ্চায়েত এলাকায় ঢুকে পড়েছিল দুই বুনো হাতি। বন দফতর সূত্রে জানা গিয়েছে, হাতি দু’টি পশ্চিম বর্ধমান থেকে অজয় নদ পেরিয়ে বীরভূমে প্রবেশ করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ২২:৪৫
Share:

শুক্রবার দুপুর নাগাদ ধরা পড়ে হাতি দু’টি। —নিজস্ব চিত্র।

বীরভূমের দুবরাজপুর এলাকায় ঢুকে পড়েছিল দু’টি হাতি। তাদের শেষ পর্যন্ত ধরল বন দফতর। শুক্রবার তাদের লক্ষ্য করে ঘুমাপাড়ানি গুলি ছোড়া হয়। তার পরে ক্রেনে করে তাদের ট্রাকে চাপিয়ে নিয়ে যাওয়া হয়।

Advertisement

দুবরাজপুরের লোবা গ্রাম পঞ্চায়েত এলাকায় ঢুকে পড়েছিল দুই বুনো হাতি। তা নিয়ে আতঙ্ক ছড়ায়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, হাতি দু’টি পশ্চিম বর্ধমান থেকে অজয় নদ পেরিয়ে বীরভূমে প্রবেশ করেছে। তাদের দেখতে ভিড় জমান বহু মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পৌঁছন দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন, ডিএফও রাহুল কুমার, রেঞ্জার কৃষক চক্রবর্তী-সহ বন দফতরের আধিকারিক ও বিশাল পুলিশ বাহিনী।

গোটা এলাকা ঘিরে ফেলা হয়, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। হাতি দু’টি যেখানে ছিল, সেখান থেকে সাধারণ মানুষজনকে সরে যেতে বলা হয়। শেষ পর্যন্ত শুক্রবার দুপুর নাগাদ ধরা পড়ে হাতি দু’টি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement