RITES Recruitment 2024

রাইটস লিমিটেডে ২৭টি পদে কর্মখালি, নিয়োগ অনলাইন এবং অফলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে

জুনিয়র ডিজ়াইন ইঞ্জিনিয়ার এবং সিএডি ড্রাফটসম্যান পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৫৮ হাজার টাকা এবং ৩৭ হাজার টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১৭:৩৫
Share:

রাইটস লিমিটেড। সংগৃহীত ছবি।

কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থায় কর্মখালি। সম্প্রতি রাইটস লিমিটেডের তরফে এই মর্মে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সংস্থায় একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। নিযুক্তদের পোস্টিং হবে দেশের বিভিন্ন রাজ্যে। এর জন্য আগ্রহীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

সংস্থায় বিভিন্ন ক্ষেত্রের জন্য ইন্ডিভিজুয়াল কনসালট্যান্ট নিয়োগ করা হবে। পদগুলি হল— জুনিয়র ডিজ়াইন ইঞ্জিনিয়ার (স্ট্রাকচারাল, ইলেক্ট্রিক্যাল, এইভিএসি এবং মেডিক্যাল গ্যাস লাইন সিস্টেম) এবং সিএডি ড্রাফটসম্যান (স্ট্রাকচারাল, ইলেক্ট্রিক্যাল, এইভিএসি, ওয়াটার সাপ্লাই, এক্সটারনাল ওয়ার্ক্স এবং ইকুইপমেন্ট লে আউট)। মোট শূন্যপদের সংখ্যা ২৭। নিযুক্তদের পোস্টিং হবে অসম এবং তামিলনাড়ুতে। প্রাথমিক ভাবে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পর শর্তসাপেক্ষে এই মেয়াদ বাড়ানো হতে পারে।

সমস্ত পদে আবেদনের জন্যই বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৬২ বছর। জুনিয়র ডিজ়াইন ইঞ্জিনিয়ার এবং সিএডি ড্রাফটসম্যান পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৫৮ হাজার টাকা এবং ৩৭ হাজার টাকা।

Advertisement

জুনিয়র ডিজ়াইন ইঞ্জিনিয়ার (স্ট্রাকচারাল) পদের জন্য প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, পাঁচ বছর কাজের সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। একই ভাবে অন্য পদটিতে আবেদনের জন্য যোগ্যতার ভিন্ন মাপকাঠি ধার্য করা হয়েছে।

আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য পূরণ করে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য কোনও অর্থমূল্য জমা দিতে হবে না। আগামী ২৭ নভেম্বর আবেদনের শেষ দিন। এর পর বিভিন্ন পদে অনলাইন এবং অফলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। আগামী ২৫ থেকে ২৯ নভেম্বরের মধ্যে বিজ্ঞপ্তিতে উল্লিখিত স্থানে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। এই বিষয়ে বাকি তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement