এনটিপিসি লিমিটেড। সংগৃহীত ছবি।
রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (এনটিপিসি) লিমিটেডে চাকরির সুযোগ। সম্প্রতি এই মর্মে সংস্থার তরফে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, গবেষণাধর্মী কাজে সুপরিচিত পেশাদারদের সংস্থায় নিয়োগ করা হবে। চাকরিপ্রার্থীরা এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
সংস্থায় নিয়োগ হবে এগজ়িকিউটিভ (কার্বন ক্যাপচার অ্যান্ড ইউটিলাইজ়েশন), এগজ়িকিউটিভ (হাইড্রোজেন) এবং এগজ়িকিউটিভ (এনার্জি স্টোরেজ) পদে। মোট শূন্যপদের সংখ্যা ১৫। বিভিন্ন পদে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে এক বছর।
সমস্ত পদে আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৪৫ বছর। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের পারিশ্রমিক হবে ১,২৫,০০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া বাবদ ভাতা এবং অন্যান্য খাতেও ভাতা মিলবে।
এগজ়িকিউটিভ (কার্বন ক্যাপচার অ্যান্ড ইউটিলাইজ়েশন) পদে আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কার্বন ক্যাপচার/ ইউটিলাইজ়েশন/ কার্বন কনজ়ারভেশন/ কম্প্রেশন/ স্টোরেজ অ্যান্ড ট্রান্সপোর্টেশন-এ পিএইচডি থাকতে হবে। একই ভাবে, অন্য পদগুলির জন্য যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্ত ছাড়া বাকিদের ক্ষেত্রে আবেদনমূল্য ৩০০ টাকা। আগামী ২২ নভেম্বর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বিশদ জানতে সংস্থার ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।