SINP Admission 2024

সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজ়িক্সে পিএইচডি-র সুযোগ, আবেদনের শেষ দিন কবে?

শিক্ষা প্রতিষ্ঠানের পিএইচডি প্রোগ্রামটি চার বছরের। যা শুরু হবে পরের বছর ১ জানুয়ারি থেকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১৭:১৭
Share:

সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজ়িক্স। সংগৃহীত ছবি।

বিধাননগরের সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজ়িক্স (এসআইএনপি)-এ পরের বছরের জানুয়ারি পর্বের জন্য পিএইচডি-র রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এমনটা জানিয়ে কেন্দ্রের পারমাণবিক শক্তি বিভাগের অধীনস্থ এই প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, পদার্থবিদ্যার উচ্চতর শিক্ষায় আগ্রহীরাই এই প্রোগ্রামে তাঁদের নাম নথিভুক্ত করতে পারবেন। আবেদন গ্রহণ করা হবে অনলাইনে।

Advertisement

চার বছরের পিএইচডি প্রোগ্রামটি শুরু হবে পরের বছর ১ জানুয়ারি থেকে। তবে গবেষকদের কাজের উপর নির্ভর করে তার মেয়াদ আরও এক বছর বাড়ানো হতে পারে। আগ্রহীরা প্রতিষ্ঠান থেকে থিওরিটিক্যাল ফিজ়িক্স, এক্সপেরিমেন্টাল ফিজ়িক্স এবং বায়োফিজ়িক্যাল সায়েন্সেস গ্রুপের বিভিন্ন বিভাগ থেকে কনডেন্সড ম্যাটার ফিজ়িক্স, কসমোলজি অ্যান্ড অ্যাস্ট্রোপার্টিক্যাল ফিজ়িক্স-এর মতো নানা বিষয়ে পিএইচডি করার সুযোগ পাবেন।

ফিজ়িক্সের কোনও বিষয়ে পিএইচডি-র জন্য আবেদনকারীদের এমএসসি বা চার বছরের বিএসসি ডিগ্রি থাকতে হবে। বায়োফিজ়িক্যাল সায়েন্সেসের কোনও বিষয়ে পিএইচডি-র জন্য পড়ুয়াদের পদার্থবিদ্যা/ কেমিস্ট্রিতে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। তবে সে ক্ষেত্রে পড়ুয়াদের দ্বাদশ স্তরের পাঠ্যক্রমে জীববিদ্যা বিষয়টি থাকাও জরুরি। এ ছাড়াও যোগ্যতার ভিন্ন মাপকাঠির কথা মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Advertisement

পড়ুয়াদের শিক্ষাগত যোগ্যতা ছাড়াও জেস্ট, সিএসআইআর-ইউজিসি নেট, গেট-সহ জাতীয় স্তরের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় তাঁদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ্যতা যাচাই করা হবে। এর পরে ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই পড়ুয়াদের মেধা যাচাই করে সংশ্লিষ্ট বিষয়গুলিতে পিএইচডি-র জন্য ভর্তি নেওয়া হবে। প্রথমে সংশ্লিষ্ট প্রোগ্রামে নির্বাচিতদের জেআরএফ (জুনিয়র রিসার্চ ফেলো) হিসাবে ভর্তি নেওয়া হবে। এর পরে তাঁরা এসআরএফ (সিনিয়র রিসার্চ ফেলো) পদে উন্নীত হবেন। জেআরএফ এবং এসআরএফ পদে গবেষকদের মাসিক সাম্মানিকের পরিমাণ হবে যথাক্রমে ৩৭,০০০ টাকা এবং ৪২,০০০ টাকা।

আগ্রহীদের এর জন্য মূল বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ১৫ নভেম্বর আবেদনের শেষ দিন। এই বিষয়ে আরও জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement