প্রতীকী চিত্র।
মালদহ জেলায় কাজের সুযোগ। এই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মালদহ কালেক্টরেটের অধীনস্থ মালদহ এবং ব্লক ডেভেলপমেন্টের কার্যালয়ের জন্য কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীদের আগে থেকে আবেদন জানাতে হবে না।
জেলায় নিয়োগ হবে গ্রুপ-সি গ্রেডের ক্লারিক্যাল পদে। বিজ্ঞপ্তিতে শূন্যপদের বিষয়ে কিছু জানানো হয়নি। তবে জানানো হয়েছে, সংশ্লিষ্ট পদে প্রথমে এক বছরের চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। পরবর্তী কালে শর্তসাপেক্ষে এই মেয়াদ আরও বাড়ানো হতে পারে। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ১০,০০০ টাকা।
উক্ত পদে আবেদনকারীদের বয়স ৬৪ বছরের মধ্যে হতে হবে। তাঁদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, কম্পিউটারে কাজ করার দক্ষতা এবং ইংরেজি ও বাংলায় নোট শিট তৈরির দক্ষতা থাকাও জরুরি। সর্বোপরি, আবেদনকারীদের কোনও সরকারি সংস্থার অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে।
আগামী ৪ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় মালদহ কালেক্টরেটের অফিসে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। প্রার্থীদের ওইদিন বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি নিয়ে উপস্থিত হতে হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।