কলকাতা দূরদর্শন কেন্দ্র। সংগৃহীত ছবি।
কলকাতার দূরদর্শন কেন্দ্রে দু’টি ভিন্ন পদে কর্মখালি। সংস্থায় ‘অ্যাসাইনমেন্ট’-এর ভিত্তিতে অস্থায়ী ভাবে নিয়োগ করা হবে কর্মীদের। সম্প্রতি সেই মর্মে প্রসার ভারতীর তরফে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহীরা অনলাইন বা অফলাইনে আবেদন জানাতে পারবেন।
নিয়োগ হবে বিউটিশিয়ান/ হেয়ার ড্রেসার এবং সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট পদে। বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা জানানো হয়নি। তবে উল্লেখ করা হয়েছে, উভয় ক্ষেত্রে আবেদনকারীদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। বিউটিশিয়ান/ হেয়ার ড্রেসার এবং সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্তদের অ্যাসাইনমেন্ট পিছু পারিশ্রমিকের পরিমাণ হবে যথাক্রমে ৩,০০০ টাকা এবং ২,০০০ টাকা। সংস্থার প্রয়োজন অনুযায়ী নিযুক্তরা মাসে ৭টি বা বছরে ৮৪টি অ্যাসাইনমেন্ট পেতে পারেন।
সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রার্থীদের দ্বাদশের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে কোনও ডিগ্রি/ ডিপ্লোমা/ সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ করতে হবে। যাঁদের এই সম্পর্কিত কাজের ন্যূনতম ছ’মাসের অভিজ্ঞতা রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। একই ভাবে অন্য পদটিতে আবেদনের জন্য যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।
স্কিল টেস্ট/ লিখিত পরীক্ষা/ ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই প্রার্থীদের যোগ্যতা যাচাই করে উভয় পদে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডি বা ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২৯ নভেম্বর। এই বিষয়ে আরও জানতে প্রার্থীদের প্রসার ভারতীর ওয়েবসাইট দেখে নিতে হবে।