প্রতীকী চিত্র।
বীরভূম জেলার রামপুরহাট স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে কর্মখালি। এই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে ন্যাশনাল কোয়ালিটি অ্যাশিয়োরেন্স প্রোগ্রামে কাজের সুযোগ রয়েছে। এর জন্য চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ হবে। আগ্রহীদের থেকে এর জন্য শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। যা বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে গিয়েছে।
নিয়োগ হবে ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট কোয়ালিটি মনিটরিং পদে। শূন্যপদ রয়েছে একটি। সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য থাকবে ছাড়। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে ৩৫ হাজার টাকা।
আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞানে স্নাতক বা স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। যাঁদের বায়োস্ট্যাটিস্টিক্সে স্পেশালাইজ়েশন এবং কোনও স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে কাজের পূর্ব অভিজ্ঞতা রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া, রাজ্যের স্থায়ী বাসিন্দা হওয়া এবং স্থানীয় ভাষায় পারদর্শী হওয়াও জরুরি।
সংশ্লিষ্ট পদে লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদনমূল্যের পরিমাণ ৫০ এবং ১০০ টাকা। আগামী ২ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।