BGT 2024-25

‘গলি ক্রিকেট খেলছিস নাকি!’ মেলবোর্নে যশস্বীকে ধমক রোহিতের, কী হয়েছিল মাঠে?

মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্ট চলাকালীন অধিনায়ক রোহিত শর্মার কাছে ধমক খেয়েছেন যশস্বী জয়সওয়াল। ঠিক কী হয়েছিল মাঠে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৩:২৩
Share:

যশস্বী জয়সওয়াল। —ফাইল চিত্র।

মাঠে খেলা চলাকালীন ভারত অধিনায়ক রোহিত শর্মার কাছে ধমক খেয়েছেন যশস্বী জয়সওয়াল। মেলবোর্নে চতুর্থ টেস্ট চলাকালীন এই ঘটনা ঘটে। ঠিক কী হয়েছিল মাঠে? কেন যশস্বীকে ধমক দিলেন রোহিত?

Advertisement

মেলবোর্নে চা বিরতির পরে এই ঘটনা ঘটে। বল করছিলেন রবীন্দ্র জাডেজা। ব্যাট করছিলেন স্টিভ স্মিথ। জাডেজার একটি বল সামনের পায়ে ডিফেন্স করেন স্মিথ। সিলি পয়েন্টে ফিল্ডিং করছিলেন যশস্বী। স্মিথ বল খেলার আগেই দেখা যায়, যশস্বী লাফিয়ে উঠেছেন। তিনি হয়তো ভেবেছিলেন কভার এলাকায় ড্রাইভ করবেন স্মিথ। তাই আগেই লাফিয়ে ওঠেন তিনি।

সেই সময় স্লিপে ছিলেন রোহিত। তিনি যশস্বীর এই কাণ্ড দেখে বিরক্ত হন। রোহিতের কথা ধরা পড়ে স্টাম্প মাইক্রোফোনে। তিনি বলেন, “আরে জায়সু (যশস্বী), গলি ক্রিকেট খেলছিস নাকি? নীচে বসে থাক। যত ক্ষণ না বল খেলছে তত ক্ষণ উঠবি না।”

Advertisement

যশস্বীকে রোহিত বোঝাতে চান যে সিলি পয়েন্টে দাঁড়িয়ে থাকলে সামনের দিকে ঝুঁকে থাকতে হয়। কারণ, বেশির ভাগ ক্ষেত্রে বল ফিল্ডারের সামনের দিকে পড়ে। তাই বসে থাকলে ক্যাচ ধরার সুযোগ বেশি থাকে। অধিনায়কের ধমক শুনে অবশ্য পরের বল থেকে যশস্বী সেটাই করেন। সামনের দিকে ঝুঁকে থাকেন তিনি।

শুধু রোহিতের ধমক নয়, মেলবোর্নে প্রথম দিন আরও কয়েকটি ঘটনা দেখা গিয়েছে। বল করতে গিয়ে প্রথম ওভারেই স্যাম কনস্টাসের সঙ্গে কথার লড়াই হয় মহম্মদ সিরাজের। পরে কনস্টাসের সঙ্গে ধাক্কাধাক্কি হয় বিরাট কোহলির। পরিস্থিতি সামলাতে এগিয়ে আসেন আম্পায়ার।

মেলবোর্নে প্রথম টেস্টের প্রথম দিন ৬ উইকেট হারিয়ে ৩১১ রান করেছে অস্ট্রেলিয়া। ১৯ বছরের ওপেনার কনস্টাস টেস্ট অভিষেকে করেছেন ৬০ রান। অপর ওপেনার উসমান খোয়াজা ৫৭ ও মার্নাশ লাবুশেন ৭২ রান করেন। ৬৮ রানে অপরাজিত রয়েছেন স্টিভ স্মিথ। ভারতের হয়ে যশপ্রীত বুমরা ৩ উইকেট নিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement