Senior Resident Jobs

সিনিয়র রেসিডেন্ট প্রয়োজন মুর্শিদাবাদের মেডিক্যাল কলেজে, কী ভাবে হবে নিয়োগ?

মোট চার জনকে কাজের জন্য বেছে নেওয়া হবে। তাঁদের প্রতি মাসের সাম্মানিক হিসাবে ৭০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ১৫:০৫
Share:

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। ছবি: সংগৃহীত।

রাজ্য সরকারি হাসপাতালে নন-বন্ডেড কর্মী প্রয়োজন। নিয়োগ করা হবে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমইআর), কলকাতা-র তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য দেওয়া হয়েছে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জেনারেল সার্জারি বিভাগে সংশ্লিষ্ট কাজের জন্য চার জনকে বেছে নেওয়া হবে।

Advertisement

সংশ্লিষ্ট কাজের জন্য জেনারেল সার্জারি বিষয়ে মাস্টার অফ সার্জারি (এমএস) ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা কাজের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে প্রার্থীদের মেডিক্যাল রেজিস্ট্রেশন থাকা প্রয়োজন। তবে, প্রকাশিত বিজ্ঞপ্তিতে বয়ঃসীমা সম্পর্কিত কোনও তথ্য পেশ করা হয়নি।

নিযুক্তকে প্রতি মাসে ৭০,০০০ টাকা সাম্মানিক হিসাবে দেওয়া হবে। মোট এক বছরের জন্য প্রতিষ্ঠানের জেনারেল সার্জারি বিভাগে সিনিয়র রেসিডেন্ট হিসাবে কাজ চলবে। এই পদে কাজ করতে আগ্রহীদের আলাদা করে আবেদন জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২৩ নভেম্বর।

Advertisement

বিজ্ঞপ্তিতে প্রকাশিত নির্দেশিকা অনুসারে শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনে অভিজ্ঞতার শংসাপত্র-সহ আবেদন জমা দিতে হবে। ইন্টারভিউ নেওয়া হবে ২৭ নভেম্বর। এই মর্মে আরও তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement