বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজ়িয়াম (বিআইটিএম)। ছবি: সংগৃহীত।
বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজ়িয়াম (বিআইটিএম)-এ স্নাতকরা পাবেন প্রশিক্ষণ। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লাইফ সায়েন্স এবং পিওর সায়েন্স শাখার পড়ুয়াদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রসঙ্গত, এই প্রতিষ্ঠানটি মিনিস্ট্রি অফ কালচার-এর অধীনে কর্মরত।
পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, ইলেক্ট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, অ্যাস্ট্রোনমি, জিয়োলজি, রাশিবিজ্ঞান বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিদেরই শুধুমাত্র প্রশিক্ষণ দেওয়া হবে। তাঁদের ২০২১ কিংবা তার পরবর্তী শিক্ষাবর্ষে স্নাতক হওয়া প্রয়োজন। প্রশিক্ষণ চলবে এক বছর, যার মেয়াদ বৃদ্ধি পেতে পারে দু’বছর পর্যন্ত।
একই সঙ্গে প্রার্থীদের বাংলা, হিন্দি কিংবা ইংরেজি এবং স্থানীয় ভাষায় সাবলীল হতে হবে। কারণ বিআইটিএম-এর প্রদর্শনীর পাশাপাশি, মোবাইল সায়েন্স এগজ়িবিশনেও তাঁদের প্রদর্শন করে দেখাতে হবে। লিখিত পরীক্ষা এবং কমিউনিকেশন স্কিল টেস্টের মাধ্যমে চলবে যোগ্যতা যাচাইয়ের প্রক্রিয়া।
প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে ৩০ হাজার টাকা ভাতা (স্টাইপেন্ড) হিসাবে দেওয়া হবে। আগ্রহীরা ডাকযোগে শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্রের মতো গুরুত্বপূর্ণ নথি-সহ আবেদন পত্র পাঠাতে পারবেন। আবেদনের শেষ দিন সম্পর্কে যদিও কেন্দ্রীয় প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে কোনও তথ্য পেশ করা হয়নি। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।