এমস কল্যাণী। সংগৃহীত ছবি।
অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস), কল্যাণীতে-এ নার্স নিয়োগ। রবিবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানে একটি বিশেষ পরিষেবা দেওয়ার জন্য চুক্তির ভিত্তিতে নার্স নিয়োগ করা হবে। বিভাগে নির্দিষ্ট মেয়াদের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে। আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনে। যে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
প্রতিষ্ঠানের সাইকিয়াট্রি বিভাগে অ্যাডিকশন ট্রিটমেন্ট প্রকল্পের জন্য নিয়োগ করা হবে নার্স। এটি ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর ড্রাগ ডিমান্ড রিডাকশন (এনএপিডিডিআর) প্রকল্পের অধীনস্থ। এর জন্য অর্থ সহায়তা করে কেন্দ্রের সামাজিক ন্যায়বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রক। প্রকল্পটির সমন্বয়কের দায়িত্ব পালন করে এমস দিল্লি।
বর্তমানে শূন্যপদ একটি হলেও পরে বাড়তে পারে। সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য বয়ঃসীমা ধার্য করা হয়েছে ২১-৪০ বছর। প্রাথমিক ভাবে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে ১১ মাস। পারিশ্রমিক হবে মাসে ২০,০০০ টাকা।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের এএনএম কোর্সের শংসাপত্র থাকতে হবে। যাঁদের জিএনএম বা বিএসসি নার্সিং ডিগ্রি রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের জন্য আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্দিষ্ট ফর্ম পূরণ করে ইমেল করতে হবে। পাশাপাশি, একটি গুগল ফর্মেও প্রয়োজনীয় তথ্য দিতে হবে। আগামী ১৮ নভেম্বর আবেদনের শেষ দিন। এর পর স্কিল টেস্ট বা পরীক্ষার মাধ্যমে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।