Rabindra Ghosh

হঠাৎ বুকে ব্যথা রবীন্দ্রের! বাংলাদেশে ধৃত সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণের আইনজীবী গেলেন এসএসকেএম-এ

নিজের দেশে অশান্ত পরিস্থিতির মধ্যে চলতি মাসে ভারতে এসেছিলেন রবীন্দ্র। ছিলেন উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে ছেলে রাহুলের বাড়িতে। মঙ্গলবার সন্ধ্যায় বুকে ব্যথা অনুভব করায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ২৩:০৪
Share:

(বাঁ দিকে) রবীন্দ্র ঘোষ। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস (ডান দিকে)। —ফাইল চিত্র।

বাংলাদেশে ধৃত সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ব্যারাকপুর থেকে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে আনা হল। রবীন্দ্র ফোনে জানিয়েছেন, তাঁর বেশ কিছু শারীরিক সমস্যা থাকায় চিকিৎসকেরা ভর্তি করানোর পরামর্শ দিয়েছেন।

Advertisement

নিজের দেশে অশান্ত পরিস্থিতির মধ্যে চলতি মাসে ভারতে এসেছিলেন রবীন্দ্র। ছিলেন উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে ছেলে রাহুলের বাড়িতে। মঙ্গলবার সন্ধ্যায় বুকে ব্যথা অনুভব করায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রের খবর, রবীন্দ্র হৃদ্‌রোগ-সহ অন্যান্য কয়েকটি বিভাগের চিকিৎসকেরা প্রায় এক ঘণ্টা ধরে পরীক্ষা করেছেন। রবীন্দ্র বলেন, ‘‘বুকের ভিতর চিনচিনে ব্যথা রয়েছে। অসুস্থতা বোধ করছি। সাত-আট জন চিকিৎসক পরীক্ষা করেছেন আমাকে। তাঁরা ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন।’’

রবীন্দ্র জানান, তাঁর মূলত তিনটি শারীরিক সমস্যা। হৃদযন্ত্রের পাশাপাশি প্রস্রাবের এবং পুরনো অস্ত্রোপচার সংক্রান্ত সমস্যা রয়েছে। চিকিৎসকেরা বিশ্রাম নিতে বলেছেন। ঘটনাচক্রে, মঙ্গলবার দুপুরে তৃণমূল নেতা কুণাল ঘোষ ব্যারাকপুরে রবীন্দ্রের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তৃণমূল সূত্রের খবর, গত শুক্রবার দেখা করতে চেয়ে কুণালকে ফোন করেছিলেন চিন্ময়কৃষ্ণের আইনজীবী। কিন্তু শারীরিক কারণে কলকাতায় আসতে পারেননি।

Advertisement

কথা বলার পরে কুণাল সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি একাধিক বার রবীন্দ্রের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তৃণমূলের বক্তব্য, কেন্দ্রীয় সরকারের কাছে রবীন্দ্র বার্তা পাঠালেও তাতে সাড়া দেয়নি দিল্লি। তাদের দাবি, রাজ্য সরকারের এ ক্ষেত্রে ভূমিকাকে ইতিবাচক হিসেবে দেখছেন রবীন্দ্র। যদিও ভারতে আসার পরেই গত ১৭ ডিসেম্বর তাঁকে সংবর্ধনা জানাতে গিয়েছিলেন বিজেপি নেতা অর্জুন সিংহ, কৌস্তভ বাগচীরা। গিয়েছিলেন প্রদীপ্তানন্দ (কার্তিক) মহারাজও।

আগামী বৃহস্পতিবার (২ জানুয়ারি) চিন্ময়কৃষ্ণের জামিনের মামলার শুনানি রয়েছে চট্টগ্রাম আদালতে। রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। খারিজ হয়ে যায় তাঁর জামিনের আবেদন। ডিসেম্বরের গোড়ায় চিন্ময়কৃষ্ণের মামলাটি আদালতে উঠলেও নিজের পক্ষে কোনও আইনজীবীকে পাননি বাংলাদেশ ইসকনের প্রাক্তন সদস্য তথা সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র। তাঁর মামলাটি এক মাস পিছিয়ে দেওয়া হয়। এ প্রসঙ্গে রবীন্দ্র জানান, বৃহস্পতিবার মামলার শুনানি রয়েছে। তিনি বলেন, ‘‘মামলার জন্য খুব চিন্তা রয়েছে। বুধবার আমার দেশে ফেরার কথা ছিল। তবে এখানে হাসপাতালে ভর্তি হলে ফিরতে পারব কি না, নিশ্চিত নই। যদিও আমি ২০ জন আইনজীবী দিয়েছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement