কলাক্ষেত্র ফাউন্ডেশন। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কলাক্ষেত্র ফাউন্ডেশনে রয়েছে চাকরির সুযোগ। সেই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ফাউন্ডেশনের ওয়েবসাইটে। কর্মী নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।
কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনে এই নিয়োগ হবে সঙ্গীত শিক্ষক (মিউজ়িক টিচার) পদে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মিউজ়িকে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা থাকতে হবে। দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকলে মিলবে অগ্রাধিকার। প্রার্থীর বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়। পাশাপাশি, হিন্দি ভাষা জানতে হবে। প্রতি মাসে ১৭ থেকে ২৫ হাজার টাকা বেতন দেওয়া হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আগামী ৭ ডিসেম্বর ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী। ওই দিন বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় প্রার্থীদের আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে উপস্থিত হতে হবে। কী কী নথি প্রয়োজন জানতে প্রার্থীকে কলাক্ষেত্র ফাউন্ডেশন-এর ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে যেতে হবে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে। সেখান থেকেই এই বিষয়ে সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানা যাবে।