জুন্টা বাহিনীর বিমান হামলা একটি গ্রামে। ছবি এএফপি।
মায়ানমারের বিদ্রোহী আরাকান গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন একটি গ্রামে বিমান হামলা চালাল সে দেশের শাসক জুন্টা বাহিনী। বুধবারের এই ঘটনায় অন্তত ৪০ জনের প্রাণ গিয়েছে বলে প্রাথমিক ভাবে খবর মিলেছে। নিহতদের বেশির ভাগই মহিলা ও শিশু। বৃহস্পতিবার বিদ্রোহী আরাকান গোষ্ঠীর এক নেতা জানিয়েছেন, জুন্টার বিমান হামলার ফলে বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরে যায়, কয়েকশো বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে।