Technicians Abducted

১৮ প্রযুক্তিবিদকে অপহরণ

সরকারের কাছে তাঁদের আবেদন, অপহরণকারীদের থেকে যেন দ্রুত ছাড়িয়ে নিয়ে যাওয়া হয় তাঁদের। যদিও পাকিস্তানের পুলিশই জানাচ্ছে, সেই ভিডিয়োর সত্যতা যাচাই করা যায়নি এখনও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ০৫:১২
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

পরমাণু প্রকল্পের সঙ্গে যুক্ত ১৮ জন প্রযুক্তিবিদকে অপহরণের অভিযোগ উঠল তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) বিরুদ্ধে। পাক সংবাদমাধ্যমগুলির দাবি, খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান থেকে অপহরণ করা হয় তাঁদের। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ওই প্রযুক্তিবিদেদের সাহায্য চাওয়ার একটি ভিডিয়ো। সরকারের কাছে তাঁদের আবেদন, অপহরণকারীদের থেকে যেন দ্রুত ছাড়িয়ে নিয়ে যাওয়া হয় তাঁদের। যদিও পাকিস্তানের পুলিশই জানাচ্ছে, সেই ভিডিয়োর সত্যতা যাচাই করা যায়নি এখনও।

Advertisement

সূত্রের খবর, অপহৃত ১৮ জন প্রযুক্তিবিদই ‘পাকিস্তান অ্যাটমিক এনার্জি কমিশন’ (পিএইসি)-এর সঙ্গে যুক্ত ছিলেন। জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ, এমন বেশ কিছু প্রকল্পের সঙ্গেও যুক্ত ছিলেন তাঁরা। কেন অপহরণ করা হয়েছে, তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, দেশের সবচেয়ে বড় ইউরেনিয়াম খনি থেকে বিপুল পরিমাণে ইউরেনিয়াম দখল করে নিয়েছে টিটিপি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement