আইআইআইটি কল্যাণী। ছবি: সংগৃহীত।
কল্যাণীর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইআইটি)-তে কাজের সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
অতিথি শিক্ষক (গেস্ট ফ্যাকাল্টি) নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের হিউম্যানিটিজ় এবং কম্পিউটার নেটওয়ার্ক বিভাগের তরফে এই নিয়োগ। তবে মাসিক বেতন নয়, লেকচার পিছু টাকা দেওয়া হবে নিযুক্তদের। প্রতিটি লেকচারের জন্য মিলবে ১৫০০ টাকা। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকা বাধ্যতামূলক। পাশাপাশি, স্নাতকোত্তরেও ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আবেদন করবেন কী ভাবে?
আইআইআইটি কল্যাণীর ওয়েবসাইটের ‘হোমপেজ’-এ সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়া যাবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। পরীক্ষা/ ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে আইআইআইটি কল্যাণীর ওয়েবসাইটটি দেখতে পারেন।