আইএসআই কলকাতা। সংগৃহীত ছবি।
ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই), কলকাতায় চুক্তিভিত্তিক কাজের সুযোগ। সম্প্রতি এই মর্মে প্রতিষ্ঠানের তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানে স্বল্প মেয়াদের জন্য কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে। যে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
প্রতিষ্ঠানে নিয়োগ হবে অ্যাকাডেমিক কোঅর্ডিনেটার পদে। শূন্যপদ একটি। সংশ্লিষ্ট পদে প্রাথমিক ভাবে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পর প্রতিষ্ঠানের প্রয়োজন, নিযুক্ত ব্যক্তির কাজ এবং শারীরিক সুস্থতার উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের অনূর্ধ্ব ৪৫ বছর বয়সি হতে হবে। শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার নিরিখে নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ৪০,০০০-৬০,০০০ টাকা পর্যন্ত।
উল্লিখিত পদে আবেদন জানাতে প্রার্থীদের বিই/ বিটেক/ এমএসসি/ এমসিএ/ এমবিএ/ সমতুল ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, এমএস অফিস এবং ডেটাবেস অ্যাপ্লিকেশন সম্পর্কিত জ্ঞান, লেখার দক্ষতা ও কথোপকথনে পারদর্শিতা এবং সংশ্লিষ্ট পদের সঙ্গে সম্পর্কিত কাজের ন্যূনতম তিন বছরের পেশাদারি অভিজ্ঞতা থাকা জরুরি।
আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন জানাতে হবে। আগামী ২৭ জানুয়ারি আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।