AIIMS Kalyani Recruitment 2025

সমাজবিদ্যা নিয়ে পড়েছেন? এমস কল্যাণীতে রয়েছে শিক্ষকতার সুযোগ

সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে প্রার্থীদের বয়স হতে হবে ৬৪ বছরের মধ্যে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১৮:১৯
Share:

এমস কল্যাণী। সংগৃহীত ছবি।

কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ কাজের সুযোগ। প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ করা হবে। বৃহস্পতিবার এই মর্মে প্রতিষ্ঠানের তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠান অধীনস্থ কলেজ অফ নার্সিংয়ের জন্য এই নিয়োগ। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।

Advertisement

প্রতিষ্ঠানের কলেজ অফ নার্সিংয়ে নিয়োগ হবে গেস্ট ফ্যাকাল্টি বা অতিথি শিক্ষক পদে। শূন্যপদ একটি। নিযুক্তকে কলেজে সোশিয়োলজি বা সমাজবিদ্যা পড়াতে হবে। তাঁর কাজের মেয়াদ থাকবে দু’বছর অর্থাৎ ২০২৭ সাল পর্যন্ত। কলেজে প্রতি শিক্ষাবর্ষে সর্বাধিক ৬০ ঘণ্টা ক্লাস নিতে হবে নিযুক্তকে। তাঁকে এক ঘণ্টার একটি ক্লাস পিছু ১০০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে।

সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে প্রার্থীদের বয়স হতে হবে ৬৪ বছরের মধ্যে। আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সমাজবিদ্যায় স্নাতকোত্তর যোগ্যতা সহ ন্যূনতম তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে।

Advertisement

আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ৩১ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পর সংশ্লিষ্ট পদে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে আগামী ৪ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে। নিয়োগের শর্তাবলি সবিস্তার জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement