IIT Kharagpur Recruitment 2025

সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর? গবেষণার কাজের সুযোগ দিচ্ছে আইআইটি খড়্গপুর

শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৩৭,০০০ টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১৮:২৬
Share:

আইআইটি খড়্গপুর। সংগৃহীত ছবি।

সমাজবিজ্ঞানে স্নাতকোত্তরদের জন্য গবেষণামূলক কাজের সুযোগ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে। সম্প্রতি এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানের প্রকল্পটি কেন্দ্রীয় সংস্থার অর্থপুষ্ট। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

Advertisement

প্রতিষ্ঠানের বিনোদ গুপ্ত স্কুল অফ ম্যানেজমেন্টে প্রকল্পের কাজ হবে। প্রকল্পটির নাম— ‘সাসটেনেবল ডেভেলপমেন্ট অফ ইলেক্ত্রিক ভেহিকেল ব্যাটারি ইনফ্রাস্ট্রাকচার ইন ইন্ডিয়া: চ্যালেঞ্জেস, সার্কুলার ইকোনমি ইন্টিগ্রেশন অ্যান্ড পলিসি মেশারস।’ এর জন্য অর্থ সাহায্য করবে কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ (আইসিএসএসআর)।

প্রকল্পে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হবে। শূন্যপদ রয়েছে দু’টি। নিযুক্তদের কাজের মেয়াদ হবে আট মাস। সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স হতে হবে ৩৬ বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৩৭,০০০ টাকা। আবেদনকারীদের সমাজবিজ্ঞানের কোনও বিষয়ে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ থাকতে হবে।

Advertisement

আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। মহিলারা ছাড়া বাকি প্রার্থীদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে ১০০ টাকা। আগামী ২৮ জানুয়ারি আবেদনের শেষ দিন। এই বিষয়ে বিশদ জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement