Kalyani University Recruitment 2025

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ, কোন কোন পদে কাজের সুযোগ?

উভয় পদে নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ১৫,৬০০-৩৯,১০০ টাকা। এ ছাড়া মিলবে গ্রেড পে বাবদ অতিরিক্ত ৮,০০০ টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১৮:১২
Share:

কল্যাণী বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে কাজের সুযোগ। সম্প্রতি সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে দু’টি ভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহীদের এর জন্য অনলাইনে আবেদন জানাতে হবে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট মেডিক্যাল অফিসার এবং ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ার পদে। সব মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে দু’টি। অ্যাসিস্ট্যান্ট মেডিক্যাল অফিসার এবং ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ার পদে আবেদনকারীদের বয়স যথাক্রমে ৩০ এবং ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। উভয় পদে নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ১৫,৬০০-৩৯,১০০ টাকা। এ ছাড়া মিলবে গ্রেড পে বাবদ অতিরিক্ত ৮০০০ টাকা।

অ্যাসিস্ট্যান্ট মেডিক্যাল অফিসার পদে আবেদনকারীদের ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস উত্তীর্ণ হতে হবে। এর পর সরকারি/ আধা সরকারি/ সামরিক হাসপাতালে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। একই ভাবে, অন্য পদটিতে আবেদনের জন্য যোগ্যতার অন্য মাপকাঠির কথা মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Advertisement

আগ্রহীদের এর জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। উভয় পদেই আবেদনের জন্য সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের যথাক্রমে ২৫০ টাকা এবং ১০০০ টাকা জমা দিতে হবে। আগামী ২৫ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পর দু’ক্ষেত্রেই ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement