ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতা। নিজস্ব চিত্র।
কলকাতার রাজ্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মখালি। ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমইআর), কলকাতার এন্ডোক্রিনোলজি বিভাগের একটি গবেষণা প্রকল্পে কর্মখালি। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, প্রজেক্ট কো-অর্ডিনেটর এবং টেকনিক্যাল কো-অর্ডিনেটর হিসাবে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি।
প্রজেক্ট কো-অর্ডিনেটর পদে বিজ্ঞান বিভাগে দ্বাদশ উত্তীর্ণ হয়েছেন কিংবা মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিকে বেছে নেওয়া হবে। এ ক্ষেত্রে ওই ব্যক্তির এক থেকে পাঁচ বছর প্রজেক্ট কো-অর্ডিনেশন বা পাবলিক হেলথ প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। প্রতি মাসের পারিশ্রমিক ৩০ হাজার টাকা।
টেকনিক্যাল কো-অর্ডিনেটর পদে নিযুক্ত ব্যক্তির ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) বা ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি (বিডিএস) ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। তবে, নিয়োগের ক্ষেত্রে তাঁকেই অগ্রাধিকার দেওয়া হবে, যাঁর উল্লিখিত ডিগ্রি ছাড়াও পাবলিক হেলথ সংক্রান্ত বিষয়ে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে। বয়স ৫০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৮০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
নিযুক্তকে নির্দিষ্ট সময়ের চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। পরবর্তীতে ওই মেয়াদ কাজের ভিত্তিতে বৃদ্ধি পেতে পারে। নিযুক্তের কর্মস্থল হবে আইপিজিএমইআর, কলকাতার এন্ডোক্রিনোলজি বিভাগ। ওই বিভাগের একটি হেলথ কেয়ার সিস্টেম সংক্রান্ত প্রকল্পে কাজ করতে হবে।আবেদনের শেষ দিন ২৫ ফেব্রুয়ারি। ইমেল মারফত ওই আবেদনপত্র জমা দিতে হবে। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে। এই মর্মে আরও তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।