DRDO Recruitment

ডিআরডিও অধীনস্থ সংস্থায় জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন, কী ভাবে হবে যোগ্যতা যাচাই?

বিভিন্ন বিভাগে কাজের জন্য অনূর্ধ্ব ২৮ বছর বয়সিদের নিয়োগ করা হবে। তাঁদের কর্মস্থল হবে নাভাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল ল্যাব।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৫:১৫
Share:

ছবি: সংগৃহীত।

চুক্তির ভিত্তিতে দু’বছরের জন্য জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এই নিয়োগ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, মোট সাত জনকে ওই কাজের জন্য বেছে নেওয়া হবে।

Advertisement

মেকানিক্যাল, ইলেক্ট্রনিক্স, নাভাল আর্কিটেকচার, এরোস্পেস, এরোনটিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজিতে স্নাতকোত্তর যোগ্যতা থাকলে উল্লিখিত পদে কাজের জন্য আবেদনের সুযোগ মিলবে। তবে, শর্তসাপেক্ষে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকদের আবেদনও গ্রহণ করা হবে।

একই সঙ্গে আবেদনকারীদের বৈধ ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) স্কোর থাকতে হবে। স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের ক্ষেত্রে একই বিষয়ে স্নাতক হওয়া প্রয়োজন। বয়স ২৮ বছরের মধ্যে হওয়া আবশ্যিক।

Advertisement

আগামী ১৯ এবং ২০ ফেব্রুয়ারি প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। তার আগেই আবেদন জমা দিতে হবে। প্রয়োজনে লিখিত পরীক্ষার মাধ্যমে ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের বাছাই হবে। তার জন্য ১০ টাকা এগজ়ামিনেশন ফি হিসাবে বরাদ্দ করা হয়েছে।

ইন্টারভিউয়ের দিন এগজ়ামিনেশন ফি জমা দেওয়ার রসিদ সঙ্গে রাখা প্রয়োজন। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement