JRF Recruitment

নেট উত্তীর্ণ হয়েছেন? জেআরএফ হিসাবে গবেষণার সুযোগ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়

মোট তিন বছরের চুক্তিতে জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে কাজ করতে হবে। এর জন্য মাসে ২৫ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা সাম্মানিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৪:৪৭
Share:

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হয়েছেন? গবেষণামূলক কাজের অভিজ্ঞতা রয়েছে? প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় দেবে গবেষণার সুযোগ। বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত এক নিয়োগ-বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্সেস বিভাগের একটি গবেষণা প্রকল্পের জন্য জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে এক জনকে বেছে নেওয়া হবে।

Advertisement

লাইফ সায়েন্স শাখার যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন। তবে, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) লেকচারশিপে উত্তীর্ণ হলে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। নিযুক্ত ব্যক্তিকে রাজ্য সরকারের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজির অর্থপুষ্ট প্রকল্পে কাজ করতে হবে।

মোট তিন বছরের চুক্তিতে নিযুক্তকে বহাল রাখা হবে। সাম্মানিক হিসাবে প্রতি মাসে ২৫ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। পদপ্রার্থীদের ইমেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে।

Advertisement

আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি পাঠানো আবশ্যক। আবেদনের শেষ দিন ২৪ জানুয়ারি। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement