Central Bank Recruitment 2024

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোচবিহার শাখায় কর্মখালি, নিয়োগ কোন পদে?

সংশ্লিষ্ট পদে নিযুক্ত নবীন এবং অবসরপ্রাপ্তদের পারিশ্রমিক হবে যথাক্রমে ১৫,০০০ টাকা এবং ১২,০০০ টাকা। এ ছাড়াও অন্যান্য খাতে বরাদ্দ টাকা দেওয়া হবে নিযুক্তদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ ১৭:২২
Share:

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সংগৃহীত ছবি।

রাষ্ট্রায়ত্ত সংস্থা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (সিবিআই)-য় কর্মখালি। এই মর্মে সম্প্রতি একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ব্যাঙ্কের তরফে। বিজ্ঞপ্তি অনুযায়ী, নিযুক্তদের রাজ্যের দু’টি জেলায় কাজের সুযোগ মিলবে। কর্মী নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। এর জন্য আগ্রহীদের অফলাইনে আবেদনপত্র জমা দিতে হবে।

Advertisement

ব্যাঙ্কে নিয়োগ হবে বিজ়নেস করেসপন্ডেন্ট সুপারভাইজ়ার পদে। মোট শূন্যপদের সংখ্যা চার। নিযুক্তদের এক বছরের জন্য সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে। এর পর তাঁদের কাজের ভিত্তিতে এই মেয়াদ বাড়ানো হতে পারে। নিযুক্তদের কর্মস্থল হবে কোচবিহারে ব্যাঙ্কের আঞ্চলিক দফতরে।

সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন নবীন প্রার্থী এবং অবসরপ্রাপ্তেরা। নবীনদের ক্ষেত্রে বয়ঃসীমা ২১ থেকে ৪৫ বছর। অন্য দিকে, অবসরপ্রাপ্তদের বয়স হতে হবে ৬৪ বছরের মধ্যে। সংশ্লিষ্ট পদে নিযুক্ত নবীন এবং অবসরপ্রাপ্তদের পারিশ্রমিক হবে যথাক্রমে ১৫,০০০ টাকা এবং ১২,০০০ টাকা। এ ছাড়াও অন্যান্য খাতে বরাদ্দ টাকা দেওয়া হবে নিযুক্তদের।

Advertisement

সংশ্লিষ্ট পদে কমবয়সিরা আবেদন করলে তাঁদের স্নাতক হওয়া এবং কম্পিউটার সম্পর্কিত জ্ঞান থাকা জরুরি। যাঁদের ইনফরমেশন টেকনোলজিতে এমএসসি বা বিই অথবা এমসিএ/ এমবিএ ডিগ্রি রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। অবসরপ্রাপ্তদের জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি স্থির করা হয়েছে।

আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ১৫ ডিসেম্বর আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি বিশদ জানতে ব্যাঙ্কের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement