সিএসআইআর-সিজিসিআরআই। সংগৃহীত ছবি।
যাদবপুরের সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট (সিজিসিআরআই) বা কেন্দ্রীয় কাচ এবং সেরামিক গবেষণা প্রতিষ্ঠানে গবেষক নিয়োগ করা হবে। সম্প্রতি এমনটা জানিয়ে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এর অধীনস্থ এই প্রতিষ্ঠানের তরফে। বলা হয়েছে, প্রতিষ্ঠানে কেন্দ্রের অর্থপুষ্ট একটি প্রকল্পে কর্মী প্রয়োজন। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে। যে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
প্রতিষ্ঠানের ওই প্রকল্পটি কেন্দ্রীয় প্রতিরক্ষা এবং গবেষণা সংস্থা (ডিআরডিও) অধীনস্থ ডিরেক্টরেট অফ ফিউচারিস্টিক টেকনোলজি ম্যানেজমেন্ট (ডিএফটিএম)-এর অর্থপুষ্ট। প্রকল্পে প্রজেক্ট অ্যাসোসিয়েট-১ (প্যাট) পদে নিয়োগ হবে। শূন্যপদ রয়েছে দু’টি। প্রাথমিক ভাবে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পরে নিযুক্ত ব্যক্তির কাজ এবং ফান্ডিংয়ের উপরে নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতার নিরিখে নিযুক্তদের পারিশ্রমিক হবে ২৫,০০০ টাকা বা ৩১,০০০ টাকা। এ ছাড়া মিলবে বাড়িভাড়া বাবদ ভাতাও।
আবেদনকারীদের ন্যাচারাল সায়েন্সেস অর্থাৎ ফিজ়িক্স, ইলেক্ট্রনিক্স, ফোটোনিক্স বা সমতুল বিষয়ে এমএসসি ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠির কথা মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের এর জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত প্রয়োজনীয় নথি-সহ আবেদন জানাতে হবে। অনলাইনে আবেদনের শেষ দিন আগামী ২২ ডিসেম্বর। এর পরে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি সবিস্তার জানার জন্য প্রার্থীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে পারেন।