পঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক। সংগৃহীত ছবি।
রাষ্ট্রায়ত্ত সংস্থা পঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্কে কাজের সুযোগ। সম্প্রতি এই মর্মে ব্যাঙ্কের তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, ব্যাঙ্কে তিনটি পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে। সমস্ত পদে নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। এর জন্য ইতিমধ্যেই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
ব্যাঙ্কে নিয়োগ হবে হেড এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স), লিড এআই এবং স্পেশালিস্ট এআই পদে। মোট শূন্যপদ তিনটি। নিযুক্তদের প্রথমে এক বছরের জন্য সমস্ত পদে চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ মিলবে। এর পর তাঁদের দক্ষতা এবং ব্যাঙ্কের প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বাড়ানো হতে পারে।
হেড এআই, লিড এআই এবং স্পেশালিস্ট এআই পদে আবেদনকারীদের জন্য বয়ঃসীমা নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৩৪-৪০ বছর, ৩০-৩৮ বছর এবং ২৭-৩৩ বছর। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের যোগ্যতার ভিত্তিতে বেতনকাঠামো স্থির করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তিনটি পদের জন্যই শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার পৃথক মাপকাঠি রয়েছে। যা বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ সমস্ত নথি উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে ১০০ এবং ৮৫০ টাকা। আগামী ২৫ এপ্রিল আবেদনের শেষ দিন। এর পর স্ক্রিনিং এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।