St. Xaviers College Admission 2024

সেন্ট জ়েভিয়ার্স কলেজে বাংলা-সহ অন্যান্য বিভাগে পিএইচডি-র সুযোগ, শুরু আবেদন গ্রহণ

ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে পড়ুয়াদের পিএইচডি-তে ভর্তি নেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ১৫:৪৮
Share:

সেন্ট জ়েভিয়ার্স কলেজ। সংগৃহীত ছবি।

কলকাতার সেন্ট জ়েভিয়ার্স কলেজে পিএইচডি-র জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি এই মর্মে সবিস্তার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কলেজের ওয়েবসাইটে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, ২০২৪-’২৫ শিক্ষাবর্ষের জন্য কলেজের একাধিক বিভাগে পিএইচডি-র সুযোগ পাবেন পড়ুয়ারা। আগ্রহীরা এর জন্য অনলাইনেই আবেদন করতে পারবেন। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

Advertisement

কলেজের যে সমস্ত বিভাগে পিএইচডি-র সুযোগ রয়েছে, সেগুলি হল—পদার্থবিদ্যা, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, কম্পিউটার সায়েন্স, বাংলা, কমার্স, রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি এবং অর্থনীতি। এর মধ্যে অর্থনীতি, বাণিজ্য এবং বাংলা বিভাগে রয়েছে সর্বাধিক আসন। সংশ্লিষ্ট বিভাগগুলির মোট আসনসংখ্যা ৮। বিজ্ঞপ্তিতে আসনসংখ্যার পাশাপাশি কোন বিষয়ের কোন কোন ক্ষেত্রে গবেষণার সুযোগ পাবেন পড়ুয়ারা, তা-ও বিশদ উল্লেখ করা হয়েছে।

পিএইচডিতে আবেদনের জন্য আগ্রহীদের ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। উত্তীর্ণ হতে হবে সিএসআইআর নেট/ সেট/ গেট-এর মতো যোগ্যতা নির্ণায়ক পরীক্ষাতেও। আবেদনের জন্য এ ছাড়াও যোগ্যতার বিভিন্ন মাপকাঠির কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Advertisement

আগ্রহীদের এর জন্য কলেজের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। জমা দিতে হবে সংশ্লিষ্ট গবেষণা বিষয়ের উপর ১০০০ শব্দের এসওপি (স্টেটমেন্ট অফ পারপাস)। আবেদনমূল্যের পরিমাণ ১০০০ টাকা। আবেদনের শেষ দিন আগামী ১০ ডিসেম্বর। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে পড়ুয়াদের পিএইচডি-তে ভর্তি নেওয়া হবে। ইন্টারভিউয়ের জন্য যোগ্য পড়ুয়াদের নাম ঘোষণা করা হবে ১৪ ডিসেম্বর। এই বিষয়ে বাকি তথ্য জানতে কলেজের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement