ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। সংগৃহীত ছবি।
বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি (ডব্লিউবিএসইউ)-তে স্নাতকোত্তরের ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পরে এখনও কিছু শূন্য আসন রয়েছে। বিভিন্ন কোর্সের সেই শূন্য আসনগুলিতে ফের পড়ুয়াদের ভর্তির সুযোগ দেওয়া হবে। এই মর্মে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, কোর্সগুলিতে ভর্তির জন্য আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, ২০২৪-’২৬ শিক্ষাবর্ষের জন্য কোর্সগুলিতে ভর্তির সুযোগ পাবেন পড়ুয়ারা। যে সমস্ত বিষয়ে এমএ/ এমএসসি/ এমকম/ এমআরএস ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে, সেগুলি হল— বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, বটানি, কম্পিউটার সায়েন্স, অর্থনীতি, ভূগোল, প্রাণীবিদ্যা, গণিত, রুরাল স্টাডিজ়, সমাজবিদ্যা, ইলেক্ট্রনিক্স, ইতিহাস, মনোবিদ্যা, হিন্দি, সাংবাদিকতা ও গণজ্ঞাপন, রাশিবিজ্ঞান, ফিল্ম স্টাডিজ়, এডুকেশন, সংস্কৃত, কমার্স, মাইক্রোবায়োলজি, উর্দু, আরবি, রসায়ন, পদার্থবিদ্যা, দর্শন, ফুড অ্যান্ড নিউট্রিশন, ফিজ়িওলজি, বায়োকেমিস্ট্রি, অ্যান্থ্রোপোলজি এবং অন্যান্য বিষয়। বিজ্ঞপ্তিতে কোন বিষয়ে কত সংখ্যক শূন্য আসন রয়েছে, তা জানানো হয়নি।
স্নাতকোত্তরে ভর্তির আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মাপকাঠি মূল বিজ্ঞপ্তি থেকে বিশদ জানা যাবে। তবে এ ক্ষেত্রে উল্লেখ্য, চলতি বছরে যাঁরা এর আগে বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তির আবেদন জানিয়েও সুযোগ পাননি অথবা সুযোগ পেয়েও ভর্তি হননি, তাঁরা এ বারের ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।
আগ্রহীদের এর জন্য প্রথমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন জানাতে হবে। এর পরে তাঁদের আগামী ৩ এবং ৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ‘পিজি সেকশন’-এ যথাক্রমে সকাল ৯টা থেকে দুপুর ১টা এবং দুপুর ১২টার মধ্যে উপস্থিত থাকতে হবে। সঙ্গে রাখতে হবে সমস্ত প্রয়োজনীয় নথি এবং অনলাইনে জমা দেওয়া আবেদনপত্রের প্রিন্ট আউট। স্নাতকোত্তরের সমস্ত কোর্সে পড়ুয়াদের মেধার ভিত্তিতেই ভর্তি নেওয়া হবে। এ বিষয়ে সবিস্তার জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।