MAKAUT Recruitment 2024

ম্যাকাউটে কেন্দ্রীয় প্রকল্পে কাজের সুযোগ, নিয়োগ দু’টি পদমর্যাদায়

প্রকল্পের জন্য অর্থ সহায়তা করবে কেন্দ্রের ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের চিপস টু স্টার্ট আপ (সি২এস) প্রোগ্রাম।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ১৫:৩৯
Share:

ম্যাকাউট। সংগৃহীত ছবি।

মৌলনা আবুল কালাম আজ়াদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (ম্যাকাউট)-এ গবেষণাধর্মী কাজের জন্য কর্মী প্রয়োজন। সম্প্রতি এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানের হরিণঘাটা ক্যাম্পাসের একটি বিভাগে কেন্দ্রের অর্থপুষ্ট প্রকল্পে কাজের সুযোগ পাবেন প্রার্থীরা। এর জন্য নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

Advertisement

প্রতিষ্ঠানের মাইক্রোইলেকট্রনিক্স অ্যান্ড ভিএলএসআই টেকনোলজি বিভাগে প্রকল্পের কাজ হবে। প্রকল্পের নাম— ‘অ্যানালগ ডিজিটাল মিক্স সিগন্যাল প্রসেসর— আ নভেল আর্কিটেকচার ফর সিগন্যাল প্রসেসিং’। প্রকল্পের জন্য অর্থ সহায়তা করবে কেন্দ্রের ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের চিপস টু স্টার্ট আপ (সি২এস) প্রোগ্রাম।

প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) এবং সায়েন্টিফিক অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট (এসএএ) পদে নিয়োগ হবে। মোট শূন্যপদের সংখ্যা দুই। নিযুক্তদের প্রথমে এক বছরের জন্য প্রকল্পে কাজে করতে হবে। এর পর নিযুক্তদের কাজ এবং প্রকল্পের প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বাড়িয়ে সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত করা হতে পারে।

Advertisement

প্রকল্পে আবেদনকারীদের বয়ঃসীমা ধার্য করা হবে কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডিএসটি)/ ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক/ শিক্ষা মন্ত্রকের নিয়ম অনুযায়ী। নিযুক্তদের প্রতি মাসে ফেলোশিপ এবং বাড়িভাড়া বাবদ ভাতা দেওয়া হবে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডিএসটি)-র নিয়ম মেনে।

জেআরএফ পদে আবেদনকারীদের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ মাইক্রোইলেকট্রনিক্স অ্যান্ড ভিএলএসআই টেকনোলজি/ এমবেডেড সিস্টেম অ্যান্ড ভিএলএসআই ডিজ়াইন/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এ এমই বা এমটেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। উত্তীর্ণ হতে হবে সিএসআইআর-ইউজিসি নেট/ গেট-এও। অন্য পদটির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি স্থির করা হয়েছে।

আগ্রহীদের প্রথমে বিজ্ঞপ্তিতে দেওয়া গুগল ফর্মটি পূরণ করতে হবে। এর পর জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২০ ফেব্রুয়ারি। বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাইয়ের পর পদগুলিতে নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement