ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, বেঙ্গালুরু। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় সংস্থায় শিক্ষানবিশির সুযোগ খুঁজছেন? কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে রয়েছে সেই সুযোগ। সংস্থার তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৮৩টি শূন্যপদে ইঞ্জিনিয়ারিং এবং বাণিজ্য শাখায় স্নাতকদের নিয়োগ করা হবে। তবে উল্লিখিত পদে নিয়োগ এবং আবেদন সংক্রান্ত বিষয়ে রয়েছে বেশ কিছু শর্ত।
ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকরা আবেদন করতে পারবেন। এ ছাড়াও বাণিজ্য শাখায় স্নাতকদের শিক্ষানবিশ হিসাবে প্রশিক্ষণ দেওয়া হবে।
নিযুক্তদের মোট এক বছরের চুক্তিতে প্রশিক্ষণ দেওয়া হবে। ১২,৫০০ টাকা থেকে শুরু করে ১৭,৫০০ টাকা প্রতি মাসে ভাতা হিসাবে দেওয়া হবে। আবেদনকারীদের বয়স অনূর্ধ্ব ২৫ বছর বয়স হওয়া বাঞ্ছনীয়। ২০২০ কিংবা তার পরের শিক্ষাবর্ষে স্নাতক হয়েছেন, এমন প্রার্থীদের বেছে নেওয়া হবে। তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, কেরল এবং পুদুচেরির বাসিন্দাদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য উপস্থিত থাকতে হবে। এ ক্ষেত্রে আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো নথি সঙ্গে রাখা প্রয়োজন। ২০, ২১ এবং ২২ জানুয়ারি ইন্টারভিউ নেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।