Homemade Hair Conditioner

বাজার চলতি কন্ডিশনার দ্রুত শেষ হয়ে যায়? বাড়িতেই বানিয়ে নিন চুলের কন্ডিশনার

কন্ডিশনার না কিনে বাড়িতেও বানিয়ে নিতে পারেন চুলের আর্দ্রতা বজায় রাখার রূপটান। আবার যাঁরা রাসায়নিক মুক্ত কন্ডিশনার ব্যবহার করতে চান চুলে, তাঁরাও বাজার চলতি পণ্য না কিনে ওই কন্ডিশনার ব্যবহার করতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১৯:৫২
Share:

ছবি : সংগৃহীত।

বাজার চলতি হেয়ার কন্ডিশনারে চুলের যত্ন নেওয়া যায় ঠিকই। কিন্তু চুল বড় হলে বা ঘন হলে একটি কন্ডিশনার ১৫-২০ দিনের মধ্যে শেষও হয়ে যায়। তেমন হলে আরও একটি কন্ডিশনার না কিনে বাড়িতেও বানিয়ে নিতে পারেন চুলের আর্দ্রতা বজায় রাখার রূপটান। আবার যাঁরা রাসায়নিক মুক্ত কন্ডিশনার ব্যবহার করতে চান চুলে, তাঁরাও বাজার চলতি পণ্য না কিনে ওই কন্ডিশনার ব্যবহার করতে পারেন।

Advertisement

কোন কোন প্রাকৃতিক উপাদান চুলের আর্দ্রতা বজায় রাখতে পারে?

রূপটানশিল্পীরা বলছেন, নারকেল তেল, জলপাইয়ের তেল বা অলিভ অয়েল, অ্যাভোকাডো, শিয়া বাটার, অ্যাপল সাইডার ভিনিগার, অ্যালোভেরা, মধু, এবং দই চুলের আর্দ্রতা বজায় রাখতে পারে। তবে তারা বলছেন যেকোনও উপাদানই চুলে ব্যবহার করার আগে হাতের ত্বকে লাগিয়ে দেখে নিন।

Advertisement

চুলের জন্য কী কী উপাদানে কন্ডিশনার বানাতে পারেন?

১। পাকা কলা, অলিভ অয়েল, মধু এক সঙ্গে মিশিয়ে মিহি মিশ্রণ বানিয়ে চুলে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

২। এক কাপ জলে দুই টেবিলচামচ অ্যাপল সাইডার ভিনিগার মিশিয়ে কিছু ক্ষণ রেখে দিন। শ্যাম্পু করে মাথায় ওই মিশ্রণ ঢেলে ভাল ভাবে চুল ভিজিয়ে নিন। ১০ মিনিট পরে ধুয়ে ফেলুন।

৩। ২ টেবিল চামচ দইয়ের সঙ্গে এক চা চামচ অলিভ অয়েল মিশিয়ে মাথায় লাগিয়ে রাখুন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। চাইলে মিশ্রণে একটি ডিমও দিতে পারেন।

৪। নারকেলের দুধ, নারকেল তেল এবং গোলাপ জল মিশিয়ে মাথায় লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

৫। দুই টেবিলচামচ মধু আর চার টেবিলচামচ অলিভ অয়েল মিশিয়ে চুলে ভাল ভাবে লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement